মুসলিম মনীষীদের বিখ্যাত উক্তি


১/ যারা নিজেদের জন্য রাগে, কিন্তু রবের জন্য রাগে না; নিজেদের জন্য নেয়, কিন্তু অন্য কাউকে দেয় না— তারা নিকৃষ্ট সৃষ্টি। তাদের মাধ্যমে দ্বীন-দুনিয়ার কোনো ইসলাহ হবে না। - [ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)]


২/ আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই। - [সাহাবি আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ (রা.)]


৩/ রাগের বশে কখনো একজন মানুষ এমন কথাও বলে, যার মাধ্যমে সে নিজের ষাট-সত্তর বছরের আমল ধ্বংস করে ফেলে। - [আত্বা ইবন আবী রাবাহ (রাহিমাহুল্লাহ)]


৪/ সর্বনাশ তো তার জন্য, যার নেকীর কাজগুলো দশগুণ করে বাড়িয়ে দেওয়া সত্বেও, তার কৃত পাপের পরিমাণই বেশি। - [ইবনু মাসঊদ (রদ্বিয়াল্লাহু আনহু)]


৫/ যে কথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয়, তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয়না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিলো না। - [ইমাম শাফিঈ (রহ)]


৬/ ঈমানদার কখনো আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়না বা প্রতিশোধ নিতে যায়না, এমনকি অন্যের খুঁত ধরতে এবং তাদের নিন্দা করতেও যায় না। -[ইমাম ইবনে তাইমিয়্যাহ (রহ.)]


৭/ এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে অথচ দেহ জীবিত থাকবে। -[ সুফিয়ান সাওরী (রহ.)]


৮/ কত বোকা সেই ব্যক্তি, যে জানে না তার মৃত্যু কখন হানা দেবে, কিন্তু এখনো সে এর সাথে সাক্ষাতের জন্যে প্রস্তুত নয়। -[ইবনে জাওযী (রহ.)]


৯/ নিজের প্রতি কঠোর হও, অন্যের প্রতি হও কোমল। - [ইমাম শাফি'ঈ (রহ.)]


১০/ বিলাসী জীবনযাপন কোরো না; কষ্টসহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশিদিন স্থায়ী হয় না। - [উমর ইবনুল খাত্তাব (রা.)]


১১/ আপনি যদি চান যে আল্লাহ অবিরত আপনার চাওয়া পূরণ করুন তাহলে আপনিও আল্লাহর প্রিয় কাজ গুলো করতে অটল থাকুন। - [ড. বিলাল ফিলিপ্স]


১২/ যারা আপনাকে সংশোধন করে দেয় তাদেরকে ধন্যবাদ দিন। কারন সর্বশক্তিমান আল্লাহ তাদেরকে আপনার ভুল-ত্রুটি নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। - [মুফতি ইসমাইল মেনক]


১৩/ প্রখ্যাত তাবেয়ী ইমাম ইয়াহইয়া ইবনু আবী কাসীর (রহ.) বলেন, 'কোন ঘরে তিনটি গুনাহের কারণে ঘরের বরকত ছিনিয়ে নেওয়া হয়। তা হলো,

১) অপচয়,

২) যিনা এবং

৩) খিয়ানত।

- [হিলইয়াতুল আওলিয়া, আসবাহানী ২/৩৪৮]


১৪/ দুটি জিনিসের শেষ সীমা পর্যন্ত পৌঁছা যায় না-

১. মানুষের সন্তুষ্টি

২. সম্পদের লোভ

- সুফিয়ান সাওরি (রহ.)


১৫/ "দু'জন যদি একে অপরকে গুনাহের কাজে সহায়তা করে, তাদের সম্পর্ক পরষ্পরের প্রতি ঘৃণা নিয়ে শেষ হবে।"

- ইমাম ইবনু তাইমিয়্যাহ (রহ.)


১৬/ "অন্তরের ভুল-ত্রুটি কম থাকলে সহজেই চোখ দিয়ে পানি ঝরে।" - [হাফিয ইবনু রজব (রাহিমাহুল্লাহ্)]

[ইবনু রজব, মাজমু‘উ রাসায়িল: ২/২৬২]


১৭/ "একটি শিশুর ফিতরাতে (সহজাত প্রবণতা, স্বভাব) মায়ের দুধের প্রতি ভালোবাসা যতটা থাকে, তার চাইতে বান্দার ফিতরাতে রবকে ভালোবাসার মাত্রা বিপুল পরিমাণে বেশি থাকে।" -[ইবনু তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)]

[দারউ তা‘আরুদ্বিল ‘আক্বল ওয়ান-নাক্বল: ৮/৪৬৪]


১৮/ "যে কিছু পেলে খুশি হয়, না পেলে অখুশি হয়—সে ঐ বিষয়ের গোলাম। কেননা, গোলামী ও দাসত্ব হলো মূলত অন্তরের গোলামী ও দাসত্ব। ফলে যা কিছু অন্তরকে বশ করে গোলামীতে নিয়ে আসে, অন্তর সেগুলোর দাসে পরিণত হয়। একারণে বলা হয়, ‘বান্দা ততক্ষণ পর্যন্ত মুক্ত থাকে যতক্ষণ সে যা আছে (আল্লাহ্‌ তাকে যা দিয়েছেন) তাই নিয়ে খুশি থাকে, আর স্বাধীন ব্যক্তিও গোলাম হয়ে যায় যতক্ষণ সে নিজের কামনা বাসনার পিছে ছুটতে থাকে।" -[ঈমাম ইবনু তাইমিয়াহ (রহ.)]






Related searches: মৃত্যু নিয়ে ইসলামিক উক্তি, মনীষীদের উক্তি, নারী নিয়ে ইসলামিক উক্তি, প্রেরণামূলক উক্তি, ইসলামিক উপদেশ বাণী, সমালোচনা নিয়ে উক্তি, উত্তম বাণী।









2 تعليقات

إرسال تعليق

أحدث أقدم