মৃত্যু নিয়ে ইসলামিক বাণী ও উক্তি

মৃত্যু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক উক্তি ও বানী নিচে উল্লেখ করা হলো



"এমন এক সময় আসবে যখন মানুষের অন্তর মরে যাবে অথচ দেহ জীবিত থাকবে।" -[ সুফিয়ান সাওরী (রহ.)]


"কত বোকা সেই ব্যক্তি, যে জানে না তার মৃত্যু কখন হানা দেবে, কিন্তু এখনো সে এর সাথে সাক্ষাতের জন্যে প্রস্তুত নয়।" -[ইবনে জাওযী (রহ.)]


"নিকৃষ্ট তো সেই মৃতব্যক্তির পরিবারের মানুষগুলো, যারা মৃত মানুষটির জন্য কান্নাকাটি করে অথচ তার রেখে যাওয়া ঋণ পরিশোধ করে না।" -ইমাম আল-হাসান আল-বাসরি [জায ফিহি কালাম 'আলা হাদিস : ইয়াত্তাবিউ আল-মাইয়্যিতা সালাসান, পৃ ২৪]


"মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া।"


"জন্মের পর একমাত্র নিশ্চিত বিষয়টা হলো মৃত্যু। অথচ আমরা এটার ব্যাপারেই সবচেয়ে বেশি বেখবর।"


"হতভাগা সেই যে মরে যায় অথচ তার পাপকর্মগুলো রয়ে যায়।"


"মৃত্যু যখন সুনিশ্চিত তা আল্লাহর রাস্তায় হওয়াই শ্রেয়।"


"তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও।" -[সূরা আন নিসা, আয়াত: ৭৮]


"আল্লাহর সাথে সাক্ষাতের আগ পর্যন্ত ইমানদারের কোনো স্বস্তি নেই।" - [আবদুল্লাহ্ ইবনু মাস‘উদ (রা.)]


"যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন, তখন তাকে দুনিয়াদারী থেকে ঠিক সেইরুপ বাঁচিয়ে নেন; যেরুপ তোমাদের কেউ তার রোগী ব্যক্তিকে পানি থেকে সাবধানে রাখে।" - [তিরমিযী ২০৩৬, হাকেম ৭৭৬৪]


"হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে আস সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, আর আমার জান্নাতে প্ৰবেশ কর।" -[সূরা ফাজর ৮৯, আয়াত ২৭-৩০]


 “সে কী পেলো যে আল্লাহকে হারালো ? সে কী হারালো যে আল্লাহকে পেলো?” - [ইবনু আতা’আল্লাহ আল ইসকান্দারি (রাহিমাহুল্লাহ)]


"কোনো এক ভোরবেলা, রাত্রিশেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেস্তা এসে যদি দেয় যাওয়ার তাকিদ; অপ্রস্তুত এলোমেলো এ গৃহের আলো অন্ধকারে ভালোমন্দ যা ঘটুক মেনে নেবো এ আমার ঈদ।" - [কবি আল মাহমুদ]





আরো পড়ুন:


রিলেটেড সার্চেস: মৃত্যুর বাণী, মৃত্যু নিয়ে হাদীস, মৃত্যুর কথা, death quotes in bangla, mritto niye ukti, mrittor kotha, বন্ধুর মৃত্যু নিয়ে উক্তি, মৃত্যু নিয়ে কিছু হাদিস, মৃত্যু নিয়ে হুমায়ূন আহমেদের উক্তি, মৃত্যু নিয়ে স্ট্যাটাস।

3 تعليقات

  1. غير معرف5/11/2023 10:31:00 م

    "মৃত্যুকে ভয় পাওয়া মানে তা থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়া।"

    ردحذف
  2. غير معرف11/11/2023 08:12:00 ص

    ইয়া আল্লাহ।

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم