হাঁচির দো‘আ

তোমাদের কেউ হাঁচি দিলে বলবে,

الْحَمْدُ لِلَّهِ

অর্থ: সকল প্রশংসা আল্লাহ্‌র।

উচ্চারণ: আলহামদু লিল্লা-হি।


এবং তার মুসলিম ভাই বা সাথী যেন অবশ্যই বলে,

يَرْحَمُكَ اللَّهُ

অর্থ: আল্লাহ আপনাকে রহমত করুন।

উচ্চারণ: ইয়ারহামুকাল্লা-হ।


যখন তাকে ইয়ারহামুকাল্লাহ বলা হয়, তখন হাঁচিদাতা যেন তার উত্তরে বলে,

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بالَكُم

অর্থ: আল্লাহ আপনাদেরকে সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।

উচ্চারণ: ইয়াহ্‌দীকুমুল্লা-হু ওয়া ইউসলিহু বা-লাকুম।


- [বুখারী ৭/১২৫, নং ৫৮৭০]

Post a Comment