ইসলামিক কুইজ প্রতিযোগিতা - ২০২২

 


১. মৃত্যুর পর নেককার বান্দাদের রূহ যে জায়গায় থাকে তার নাম কি?

উ: ইল্লিয়্যীন।


২. আল্লাহর আরশের নিচে কোন জান্নাত অবস্থিত?

উ: জান্নাতুল ফিরদাউস।


৩. জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি?

উ: আল্লাহর দিদার।


৪. জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কার হবে?

উ: নাবী (সা) এর চাচা আবু তালিবের।


৫. জাহান্নামের দারোগার নাম কি?

উ: মালিক।


৬. কুরআনের সর্বপ্রথম আদেশ কি?

উ: পড়।


৭. কোন সূরা পাঠ করলে ঘর হতে শয়তান পলায়ন করে?

উ: সূরা বাক্বারাহ।


৮. কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি?

উ: আয়াতুল কুরসী (সূরা বাকারার ২৫৫ নং আয়াত)


৯. কুরআনুল কারীমে মোট কয়জন নবীর নাম উল্লেখ হয়েছে?

উ: ২৫ জন।


১০. কুরআনুল কারীমে কোন নবীর নাম সবচেয়ে বেশী উল্লেখ হয়েছে?

উ: মূসা (আ)।


১১. কোন সূরার অপর নাম 'সূরা ফুসসিলাত'?

উ: সূরা হা-মীম সাজদাহ্।


১২. জাহান্নামের ফেরেশতা কয়জন?

উ: ১৯ জন।


১৩. জাহান্নামের আগুনের রঙ কি?

উ: কালো।


১৪. কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল?

উ: সা'দ বিন মুআয (রা)।


১৫. জান্নাতের সুগন্ধ কত দূূরের পথ থেকে পাওয়া যাবে?

উ: ১০০ বছরের পথ থেকে।


১৬. কয়টি উটের যাকাত ফরয?

উ: ৫ টি।


১৭. কয়টি গরুতে যাকাত ফরয?

উ: ৪০


১৮. রমজানের রোযা কত হিজরীতে ফরয হয়েছে?

উ: ২ হিজরীতে।


১৯. হূদ নবীর জাতির নাম কী ছিল?

উ: আ'দ।


২০. সালেেহ নবীর জাতির নাম কি ছিল?

উ: সামূদ।


২১. ফিরিশতা গোসল দিয়েছেন কোন সাহাবীর?

উ: হানযালা (রা)।


২২. মহানবী (সা) এর উপনাম কি ছিল?

উ: আবুল কাসেম।


২৩. বদর যুদ্ধে কতজন সাহাবা শহীদ হন?

উ: ১৪ জন।


২৪. কোন নবীর মাথাকে করাত দিয়ে চিরা হয়েছিল?

উ: যাকারিয়া (আ)।


২৫. কোন নবী পাখির ভাষা বুঝতেন?

উ: সুলাইমান (আ)।


17 Comments

  1. আসসালামু আলাইকুম।
    জাযাকাল্লাহ খাইরান। ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানলাম।

    ReplyDelete
  2. মাশাআল্লাহ

    ReplyDelete
  3. মাশাআল্লাহ

    ReplyDelete
  4. মাশাআল্লাহ

    ReplyDelete
  5. মাশাআল্লাহ

    ReplyDelete
  6. চমৎকার

    ReplyDelete
  7. মাশাআল্লাহ

    ReplyDelete
  8. Alhamdulillah khub upokari post
    Manush Islam somporke anek kichui jante pare

    ReplyDelete
  9. মাশা আল্লাহ

    ReplyDelete
  10. মাশাআল্লাহ্

    ReplyDelete
  11. মাশ আল্লাহ

    ReplyDelete
  12. আলহামদুলিল্লাহ

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post