আলহামদুলিল্লাহ, এবারও আপনাদের জন্য আস-সিরাত মিশন এর পক্ষ হতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ইসলামি কুইজ প্রশ্নোত্তর -
০১/ পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী (রা) ইসলাম গ্রহণ করেছেন?
উ: আবু বকর (রা:)।
০২/ সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?
উ: মুহাম্মদ (সা)।
০৩/ ফরয সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি?
উ: রাতের (তাহাজ্জুদ) সালাত।
০৪/ 'আর-রাহিকুল মাখতুম' বইটি কোন বিষয়ে লিখা?
উ: রাসূল (সা) এর জীবনী বিষয়ে লিখা।
০৫/ 'আর-রাহীকুল মাখতুম' অর্থ কি?
উ: মোহরাঙ্কিত জান্নাতি সুধা।
০৬/ রাসূল (সা) এর কোন স্ত্রীকে আল্লাহ তা'আলা সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা) কে।
০৭/ রাসূল (সা)-কে সালাত শিক্ষা দিয়েছেন কে?
উ: জিবরাঈল (আ)।
০৮/ গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো ?
উ: 'দারুল আরকাম' নামক স্থানে।
০৯/ কুরআনে ‘মুহাম্মদ’ শব্দটি সর্বমোট কতবার এসেছে?
উ: চারবার (৪)।
১০/ আব্দুল মুত্তালিবের ইন্তিকালের পর কে মুহাম্মাদ (সা)-এর দেখাশুনা করেন ?
উ: তাঁর চাচা আবু তালিব।
১১/ রাসূল (সা) এর কোন স্ত্রী থাকাকালীন তিনি আর বিয়ে করেন নাই?
উ: খাদিজা (রা)।
১২/ নবী (সা) এর ডাক নাম কি ছিলো ?
উ: আবুল কাসিম।
১৩/ খাদিজা (রা) গর্ভে মুহাম্মদ (সা) এর কতজন ছেলেমেয়ে জন্মলাভ করেছিলো?
উ: খাদিজা (রা) এর গর্ভে মুহাম্মাদ (সা) এর দু’জন ছেলে ও চারজন মেয়ে জন্মলাভ করেন।
১৪/ কৈশরে রাসূল (সা) কি কাজ করতেন?
উ: ছাগল চড়ানোর কাজ করতেন।
১৫/ রাসূলুল্লাহ (সা) এর কতোজন সন্তান ছিলেন?
উ: ৭ জন। [কাসেম, আবদুল্লাহ, যায়নাব, উম্মু কুলছুম, রুকাইয়া, ফাতেমা ও ইবরাহীম (রাঃ)]
১৬/ সর্বপ্রথম মুসলিমগণ কোথায় হিজরত করেন এবং কখন?
উত্তরঃ নবুওতের ৫ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায় (বর্তমানে আফ্রিকার ইথিউপিয়া নামক দেশ) হিজরত করেন।
১৭/ ঈমানের শাখা কতোটি?
উ: সত্তর এর অধিক।
১৮/ বিদআত কাকে বলে?
উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।
১৯/ রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?
উ: বোরাক।
২০/ কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো?
উ: তালহা বিন উবায়দুল্লাহ্।
২১ রাসুলুল্লাহ সাঃ এর শেষ আমল কি ছিলো?
উ: মিসওয়াক।
২২/ রাসুলুল্লাহ সাঃ এর শেষ কথা কি ছিলো?
উ: সালাত।
মাশাল্লাহ, অনেক ধন্যবাদ
ReplyDeleteDownload korar option din
Deleteআমি কুইজ অংশ গ্রহন করতে ইচ্ছুক।
ReplyDeleteআজকের কুইজের ৫টি প্রশ্ন-
ReplyDeleteসঠিক উত্তর
১-আমানতদার উপাদি দেয়া হয়েছিলো কাদের?
২-গোলাম আহমেদ কাদিয়ানি কে ছিলেন?
৩-নবীদের মধ্যে কাকে সুনিপুন বক্তা হিসেবে উল্লেখ করা হয়?
৪- নাকফা কি?
৫-আমাদের কাছের জিনিস কি? চাইলে বড় করে লিখতে পারেন,,
ওয়াও
ReplyDeleteN txx
ReplyDeletePost a Comment