ইসলামিক কুইজ প্রতিযোগিতা

১/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উ: সূরা কাউছার।

২/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?
উ: সূরা বাকারার ২৮২ নং আয়াত।

৩/ সপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটি কে?
উ: জুমুআর দিন।

৪/ মানবজাতির মধ্যে প্রথম হত্যাকান্ডের প্রচলন করেন কে?
উ: কাবিল।

৫/ ইসলামের প্রথম মুআযযিন কে?
উ: বিলাল (রা:)।

৬/ দুনিয়ায় থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতো?
উ: ১০ জন।

৭/ দাজ্জালের কোন চোখটি কানা হবে?
উ: ডান চোখ।

৮/ কুরআনের চূড়া বলা হয় কোন সূরা কে?
উ: সূরা বাকারা কে।

৯/ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?
উ: ফাতিমা (রা:)।

১০/ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?
উ: দরিদ্রদের।

১১/ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?
উ: নারীদের।

১২/ কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন?
উ: সুলায়মান (আ:) ও জুলকারনাইন।

১৩/ OIC এর সদর দপ্তর কোথায়?
উ: জেদ্দায়।

১৪/ বর্তমান হিজরী সন কতো?
উ: ১৪৩৯।

১৫/ কোন সাহাবী (রা:) হিজরী সন গণনা প্রবর্তন করেন?
উ: উমার (রা:)।

১৬/ ঈমানের শাখা কতোটি?
উ: সত্তর এর অধিক।

১৭/ বিদআত কাকে বলে?
উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।

১৮/ জান্নাতে মানুষের বয়স কতো হবে?
উ: ৩৩।

১৯/ কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো?
উ: তালহা বিন উবায়দুল্লাহ্।

২০/ রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?
উ: বোরাক।

২১/ 'উম্মুল কুরআন' বলা হয় কোন সূরা কে?
উ: সূরা ফাতিহা কে।

২২/ কুরআনুল কারীমের সবচেয় ফযিলতপূর্ণ আয়াত কোনটি?
উ: আয়াতুল কুরসী।

২৩/ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?
উ: সূরা ইখলাছ, ফালাক ও নাস।

২৪/ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?
উ: সালাত।

২৫/ কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?
উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।

২৬/ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা:)।

২৭/ 'আর-রাহীকূল মাখতুম' গ্রন্থটি কোন বিষয়ে লিখা?
উ: রাসূল (সা:) এর জীবনী।

২৮/ আরবী কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়?
উ: শাওয়াল মাসে।

২৯/ দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না?
উ: মক্কা ও মদিনা।

৩০/ ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন?
উ: মুসলিমদের।


প্রাসঙ্গিক বিষয়

33 Comments

  1. আমি এরকম ইসলামিক কুইজ আসা করি

    ReplyDelete
  2. Kon nobi in sha bolenni bengali

    ReplyDelete
    Replies
    1. hajrat muhammad sallallahu alaihi o sallam

      Delete
  3. ইসলামিক কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করব কিভাবে

    ReplyDelete
    Replies
    1. কিভাবে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করব

      Delete
    2. আমি করবো

      Delete
    3. আমাদের সর্বশেষ নবি কে
      উত্তর :হযরত মোহাম্মদ (সা)

      Delete
  4. প্রশ্নের উত্তর আমি কিভাবে পা? দুষ্টুলোকের নেতা কে ছিল?

    ReplyDelete
  5. নবী কারিম(সাঃ) কেন মেরাজে গেলেন

    ReplyDelete
    Replies
    1. মহান রবের অনুগ্রহে

      Delete
  6. আহমাদুল্লাহ সাহেব সম্পর্কে জানতে চাই তান বাড়ি কোথায় এবং তান অফিস কোথায় আমি ইন্ডিয়ার আসাম থেকে বলতেছি

    ReplyDelete
  7. আমি প্রশ্ন করতে চাই

    ReplyDelete
    Replies
    1. Allah samp0rt

      Delete
    2. জামিউল কুরআন কাকে বলা হয়ে

      Delete
    3. হাই

      Delete
  8. কোন তিনটি সূরা স্মরণকালে পাঠ করা অধিক ফজিলতপূর্ণ

    ReplyDelete
  9. ভাই মোবাইল নাম্বার টা দালে ভালো হয়

    ReplyDelete
  10. ২৬ নম্বর প্রশ্নের উত্তরটি ভুল আছে।

    ReplyDelete
  11. কিভাবে কুইজ প্রতিযোগিতা য় অংশগ্রহণ করব

    ReplyDelete
    Replies
    1. কিভাবে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারি?

      Delete
  12. সর্ব প্রথম আলকোরআনের পূর্ণাঙ্গ কোন সূরা নাজিল হয়ে

    ReplyDelete
  13. সুরা ফাতিহা

    ReplyDelete
  14. বিয়ে করলে ইমানের কতটুকু অংশ পুরন হয় ?

    ReplyDelete
  15. কোৰান উল্লেখ থকা চাহাবা জনৰ নাম কি

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post