উ: সূরা কাউছার।
২/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?
উ: সূরা বাকারার ২৮২ নং আয়াত।
৩/ সপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটি কে?
উ: জুমুআর দিন।
৪/ মানবজাতির মধ্যে প্রথম হত্যাকান্ডের প্রচলন করেন কে?
উ: কাবিল।
৫/ ইসলামের প্রথম মুআযযিন কে?
উ: বিলাল (রা:)।
৬/ দুনিয়ায় থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতো?
উ: ১০ জন।
৭/ দাজ্জালের কোন চোখটি কানা হবে?
উ: ডান চোখ।
৮/ কুরআনের চূড়া বলা হয় কোন সূরা কে?
উ: সূরা বাকারা কে।
৯/ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?
উ: ফাতিমা (রা:)।
১০/ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?
উ: দরিদ্রদের।
১১/ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?
উ: নারীদের।
১২/ কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন?
উ: সুলায়মান (আ:) ও জুলকারনাইন।
১৩/ OIC এর সদর দপ্তর কোথায়?
উ: জেদ্দায়।
১৪/ বর্তমান হিজরী সন কতো?
উ: ১৪৩৯।
১৫/ কোন সাহাবী (রা:) হিজরী সন গণনা প্রবর্তন করেন?
উ: উমার (রা:)।
১৬/ ঈমানের শাখা কতোটি?
উ: সত্তর এর অধিক।
১৭/ বিদআত কাকে বলে?
উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।
১৮/ জান্নাতে মানুষের বয়স কতো হবে?
উ: ৩৩।
১৯/ কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো?
উ: তালহা বিন উবায়দুল্লাহ্।
২০/ রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?
উ: বোরাক।
২১/ 'উম্মুল কুরআন' বলা হয় কোন সূরা কে?
উ: সূরা ফাতিহা কে।
২২/ কুরআনুল কারীমের সবচেয় ফযিলতপূর্ণ আয়াত কোনটি?
উ: আয়াতুল কুরসী।
২৩/ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?
উ: সূরা ইখলাছ, ফালাক ও নাস।
২৪/ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?
উ: সালাত।
২৫/ কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?
উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।
২৬/ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা:)।
২৭/ 'আর-রাহীকূল মাখতুম' গ্রন্থটি কোন বিষয়ে লিখা?
উ: রাসূল (সা:) এর জীবনী।
২৮/ আরবী কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়?
উ: শাওয়াল মাসে।
২৯/ দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না?
উ: মক্কা ও মদিনা।
৩০/ ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন?
উ: মুসলিমদের।
9 মন্তব্যসমূহ
আমি এরকম ইসলামিক কুইজ আসা করি
উত্তরমুছুনYes
মুছুনKon nobi in sha bolenni bengali
উত্তরমুছুনইসলামিক কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করব কিভাবে
উত্তরমুছুনআমি
মুছুনপ্রশ্নের উত্তর আমি কিভাবে পা? দুষ্টুলোকের নেতা কে ছিল?
উত্তরমুছুনআবু সুফিয়ান
মুছুনmashaallah
উত্তরমুছুননবী কারিম(সাঃ) কেন মেরাজে গেলেন
উত্তরমুছুন