১/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি?
উ: সূরা কাউছার।
২/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?
উ: সূরা বাকারার ২৮২ নং আয়াত।
৩/ সপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটি কে?
উ: জুমুআর দিন।
৪/ মানবজাতির মধ্যে প্রথম হত্যাকান্ডের প্রচলন করেন কে?
উ: কাবিল।
৫/ ইসলামের প্রথম মুআযযিন কে?
উ: বিলাল (রা:)।
৬/ দুনিয়ায় থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতো?
উ: ১০ জন।
৭/ দাজ্জালের কোন চোখটি কানা হবে?
উ: ডান চোখ।
৮/ কুরআনের চূড়া বলা হয় কোন সূরা কে?
উ: সূরা বাকারা কে।
৯/ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?
উ: ফাতিমা (রা:)।
১০/ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?
উ: দরিদ্রদের।
১১/ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?
উ: নারীদের।
১২/ কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন?
উ: সুলায়মান (আ:) ও জুলকারনাইন।
১৩/ OIC এর সদর দপ্তর কোথায়?
উ: জেদ্দায়।
১৪/ বর্তমান হিজরী সন কতো?
উ: ১৪৩৯।
১৫/ কোন সাহাবী (রা:) হিজরী সন গণনা প্রবর্তন করেন?
উ: উমার (রা:)।
১৬/ ঈমানের শাখা কতোটি?
উ: সত্তর এর অধিক।
১৭/ বিদআত কাকে বলে?
উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।
১৮/ জান্নাতে মানুষের বয়স কতো হবে?
উ: ৩৩।
১৯/ কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো?
উ: তালহা বিন উবায়দুল্লাহ্।
২০/ রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?
উ: বোরাক।
২১/ 'উম্মুল কুরআন' বলা হয় কোন সূরা কে?
উ: সূরা ফাতিহা কে।
২২/ কুরআনুল কারীমের সবচেয় ফযিলতপূর্ণ আয়াত কোনটি?
উ: আয়াতুল কুরসী।
২৩/ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?
উ: সূরা ইখলাছ, ফালাক ও নাস।
২৪/ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?
উ: সালাত।
২৫/ কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?
উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।
২৬/ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা:)।
২৭/ 'আর-রাহীকূল মাখতুম' গ্রন্থটি কোন বিষয়ে লিখা?
উ: রাসূল (সা:) এর জীবনী।
২৮/ আরবী কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়?
উ: শাওয়াল মাসে।
২৯/ দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না?
উ: মক্কা ও মদিনা।
৩০/ ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন?
উ: মুসলিমদের।
উ: সূরা কাউছার।
২/ পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটি?
উ: সূরা বাকারার ২৮২ নং আয়াত।
৩/ সপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটি কে?
উ: জুমুআর দিন।
৪/ মানবজাতির মধ্যে প্রথম হত্যাকান্ডের প্রচলন করেন কে?
উ: কাবিল।
৫/ ইসলামের প্রথম মুআযযিন কে?
উ: বিলাল (রা:)।
৬/ দুনিয়ায় থাকতেই জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত সাহাবীর সংখ্যা কতো?
উ: ১০ জন।
৭/ দাজ্জালের কোন চোখটি কানা হবে?
উ: ডান চোখ।
৮/ কুরআনের চূড়া বলা হয় কোন সূরা কে?
উ: সূরা বাকারা কে।
৯/ জান্নাতী নারীদের সর্দার কে হবেন?
উ: ফাতিমা (রা:)।
১০/ জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে?
উ: দরিদ্রদের।
১১/ জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে?
উ: নারীদের।
১২/ কোন দুই মুসলিম বাদশাহ পুরো পৃথিবী শাসন করেছেন?
উ: সুলায়মান (আ:) ও জুলকারনাইন।
১৩/ OIC এর সদর দপ্তর কোথায়?
উ: জেদ্দায়।
১৪/ বর্তমান হিজরী সন কতো?
উ: ১৪৩৯।
১৫/ কোন সাহাবী (রা:) হিজরী সন গণনা প্রবর্তন করেন?
উ: উমার (রা:)।
১৬/ ঈমানের শাখা কতোটি?
উ: সত্তর এর অধিক।
১৭/ বিদআত কাকে বলে?
উ: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে।
১৮/ জান্নাতে মানুষের বয়স কতো হবে?
উ: ৩৩।
১৯/ কোন সাহাবী (রা:) কে জীবন্ত শহীদ বলা হতো?
উ: তালহা বিন উবায়দুল্লাহ্।
২০/ রাসূল (সা:) কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন?
উ: বোরাক।
২১/ 'উম্মুল কুরআন' বলা হয় কোন সূরা কে?
উ: সূরা ফাতিহা কে।
২২/ কুরআনুল কারীমের সবচেয় ফযিলতপূর্ণ আয়াত কোনটি?
উ: আয়াতুল কুরসী।
২৩/ কোন তিনটি সূরা শয়নকালে পড়া অধিক ফযিলতপূর্ণ?
উ: সূরা ইখলাছ, ফালাক ও নাস।
২৪/ মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?
উ: সালাত।
২৫/ কোন সাহাবী (রা:) কে উম্মতের আমানতদার উপাধি দেয়া হয়েছিলো?
উ: আবু উবাইদা বিন জাররাহ্ (রা:)।
২৬/ কোন মহিলা সাহাবী (রা:) কে আল্লাহ তা'আলা জিবরীল (আ:) মারফত সালাম পাঠিয়েছেন?
উ: খাদিজা (রা:)।
২৭/ 'আর-রাহীকূল মাখতুম' গ্রন্থটি কোন বিষয়ে লিখা?
উ: রাসূল (সা:) এর জীবনী।
২৮/ আরবী কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয়?
উ: শাওয়াল মাসে।
২৯/ দাজ্জাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না?
উ: মক্কা ও মদিনা।
৩০/ ইমাম মাহাদি কাদের নেতৃত্ব দিবেন?
উ: মুসলিমদের।
আমি এরকম ইসলামিক কুইজ আসা করি
ReplyDeleteYes
DeleteYes
DeleteKon nobi in sha bolenni bengali
ReplyDeletehajrat muhammad sallallahu alaihi o sallam
Deleteইসলামিক কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করব কিভাবে
ReplyDeleteআমি
Deleteকিভাবে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করব
Deleteআমি করবো
Deleteআমাদের সর্বশেষ নবি কে
Deleteউত্তর :হযরত মোহাম্মদ (সা)
প্রশ্নের উত্তর আমি কিভাবে পা? দুষ্টুলোকের নেতা কে ছিল?
ReplyDeleteআবু সুফিয়ান
Deletemashaallah
ReplyDeleteনবী কারিম(সাঃ) কেন মেরাজে গেলেন
ReplyDeleteমহান রবের অনুগ্রহে
Deleteআহমাদুল্লাহ সাহেব সম্পর্কে জানতে চাই তান বাড়ি কোথায় এবং তান অফিস কোথায় আমি ইন্ডিয়ার আসাম থেকে বলতেছি
ReplyDeleteঢাকায়
Deleteআমি প্রশ্ন করতে চাই
ReplyDeleteAllah samp0rt
Deleteজামিউল কুরআন কাকে বলা হয়ে
Deleteহাই
Deleteকোন তিনটি সূরা স্মরণকালে পাঠ করা অধিক ফজিলতপূর্ণ
ReplyDeleteভাই মোবাইল নাম্বার টা দালে ভালো হয়
ReplyDelete২৬ নম্বর প্রশ্নের উত্তরটি ভুল আছে।
ReplyDeleteকিভাবে কুইজ প্রতিযোগিতা য় অংশগ্রহণ করব
ReplyDeleteকিভাবে ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারি?
Deleteসর্ব প্রথম আলকোরআনের পূর্ণাঙ্গ কোন সূরা নাজিল হয়ে
ReplyDeleteআল-ফাতিহা
Deleteসুরা ফাতিহা
ReplyDeleteবিয়ে করলে ইমানের কতটুকু অংশ পুরন হয় ?
ReplyDeleteঅর্ধেক
Deleteকোৰান উল্লেখ থকা চাহাবা জনৰ নাম কি
ReplyDeleteAlhamdulla
ReplyDeleteIslami koiaz portizogita 20
ReplyDelete24
Post a Comment