ব্যক্তিগত প্রশ্নোত্তর : পর্ব-১

এখানে ইসলামের আলোকে কিছু ব্যক্তিগতপ্রশ্নের উত্তর দেয়া হয়েছে:

১/ পরিবারের অজান্তে দু'জন লুকিয়ে বিয়ে করেছি, এখন আমাদের বিয়ে কি সঠিক হয়েছে? যদি সঠিক না হয়ে থাকে এখন আমাদের করণীয় কি? 
উ: না, মেয়ের বাবার (অভিভাবকের) অনুমতি ব্যতীত বিয়ে শুদ্ধ হয় না। এখন আবার মেয়ের বাবার অনুমতি নিয়ে বিয়ে দিতে হবে।
২/ রাগের মাথায় আমার স্বামী আমাকে তিন তালাক বলে ফেলেছে, এখন আমাদের করণীয় কি?
উ: স্থানীয় আলিমদের স্মরণাপন্ন হোন।
৩/ আমি কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দু'আ করতে পারবো কি?
উ: জ্বী দু'আ করতে পারবেন, তবে তা যেন আল্লাহ্ ও তাঁর রাসূলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ না হয়।
৪/ পরিবারের পক্ষ হতে বে-দ্বীন ছেলেকে বিয়ে করতে চাপ দিচ্ছে, এখন কি আমি পালিয়ে গিয়ে কোন দ্বীনদার ছেলেকে বিয়ে করতে পারবো?
উ: অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে হবে না।
৫/ মেয়েদের ভ্রু প্লাক করা, আলগা চুল লাগানো হারাম কিন্তু মেয়েদের যদি ছেলেদের মত মুচ লোমের পরিমাণ বেশি হয় এগুলো কি ওঠাতে পারবে?
উ: জ্বী, পারবে।
৬/ মহিলারা ঈদের মাঠে সালাত আদায় করতে না পারলে কি বাসায় আদায় করতে পারবে?
উ: জ্বী, পারবে।
৭/ আমি আমার বড় বোন ও তার স্বামীর সাথে ওমরাহ্ করতে যেতে পারবো কি না?
উ: না। অবশ্যই কোন মহিলার সাথে তার স্বামী কিংবা মাহরাম কেউ যেতে হবে।
৮/  পুরুষের বুকের উপরের পশমগুলো কি কাটা/উপরে ফেলা যাবে?
উ: জ্বী, যাবে।
৯/ স্বামী-স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে একসাথে গোসল করতে পারবে কি?
উ: জ্বী, পারবে।
১০/ পায়ুপথের লোমগুলো পরিস্কার করতে লোমনাষক ক্রিম ব্যবহার করা যাবে কি?
উ: জ্বী, যাবে।
১১/ কোন বিবাহিত মহিলা যদি ভুল করে জিনা করে ফেলে, এবং সে ভুল স্বীকার করে ও আল্লাহর নিকট তাওবাহ করে, এখন তার শাস্তি কিংবা করণীয় কি হবে?
উ: তাওবাহ কবুল হলে বেঁচে যাবে।
১২/ কাউকে বিবাহের ওয়াদা দিয়ে বিশ্বাস ভঙ্গ করাটা কি ইসলামের আলোকে অন্যায়?
উ:কোন মেয়ের সাথে সরাসরি ওয়াদা করাও অন্যায়।
১৩/ উচু দাতঁ নিচু করা কি ইসলামে যায়েজ আছে? কারো যদি সামনের দাতঁ উচু থাকে তাহলে সে কি তা সমান করতে পারবে?
উ: হ্যাঁ, কেউ তার অস্বাভাবিক ত্রুটি সমাধান করতে পারে।
১৪/ স্বামী-স্ত্রীর মধ্য কেউ পরোকীয়ায় লিপ্ত হলে সেক্ষেত্রে ইসলাম এর বক্তব্য কি? স্বামী যদি পরোকীয়ায় লিপ্ত হয় তাহলে স্ত্রীর করনীয় কি? অথবা সেক্ষেত্রে স্ত্রীর স্বামীকে তালাক দেয়ার অধিকার কতটুকু?
উ: সম্পূর্ণ অধিকার রাখেে। তবে প্রথমে সংশোধনের চেষ্টা চালাতে হবে।
১৫/ আমি আমার বাচ্চার জন্মের ৮তম দিনেই আকিকা করেছি কিন্তু নামটা আমার খুব একটা মন মত না হওয়ায় আমি কি পরবর্তিতে নাম পরিবর্তন করতে পারবো?
উ: জ্বী, পারবেন।

 উত্তর দিয়েছেন: শাইখ আব্দুল হামীদ ফাইযী

3 Comments

  1. আপনি যে বল্লেন অভি ভাবকের অনুমতি ব্যতিত বিবাহ হবে না,এটা কি সবার ক্ষেত্রে..?

    ReplyDelete
  2. হ্যা, সবার ক্ষেত্রেই। তবে শরীয়া সম্মত কোন কারণ থাকলে ভিন্ন কথা। যেমন জোর করে বেনামাজি কারো সাথে বিয়ে ঠিক করা।

    ReplyDelete
  3. আমার পরিবার একটি ছেলেকে পছন্দ করে আমার জন্য, ওর সাথে আমি সম্পর্কে জড়াই। পরবর্তীতে বিয়ে ভেঙে যায় জোর পূর্বক অন্য ছেলের সাথে বিয়ে দিতে চাইলে পালিয়ে বিয়ে করি। এটা নিয়ে বড় বোনের স্বামী ঝামেলা করায় কেউ মেনে নিচ্ছে না। আমার পরিবার আমার স্বামীকে তালাক দিতে বলছে আমার করনীয় কি?

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post