The Path to Guidance (Part-3)

● জ্ঞান থাকার পরও যখন কেউ সত্যকে অবহেলা করে তখন সে তাদের দলভুক্ত হয়ে যায়, যারা ইতোমধ্যে বিপথে (ভ্রান্তিতে) চলে গেছে ।

● নিজের ইচ্ছাকে অনুসরণ করার মাধ্যমে সে সত্যের সন্ধান ও অনুসরণ থেকে নিজেকে বিরত রাখে । এজন্য সে তাদের দলভুক্ত হয় যাদের প্রতি আল্লাহর ক্রোধ রয়েছে ।

● যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় তারা এমন দল, যাদের প্রতি আল্লাহ দয়াশীল এবং তাদেরকে সত্য বুঝার জ্ঞান দান করেন এবং তারা তদানুযায়ী আচরণ করেন । তারা এমন দল, যারা নিরাপদে রয়েছে এবং তাদের বিপরীতে যারা আছে, তারা ধ্বংসের মধ্যে রয়েছে ।

● এজন্যই আল্লাহ সুবাহানওয়া তা'আলা, যিনি সকল অপূর্ণতা মুক্ত, তিনি দিনে ও রাতে আমাদেরকে অধিকহারে পাঠ করতে আদেশ করেনঃ

"(হে আল্লাহ) আমাদেরকে সরল পথ দেখান । সে সমস্ত লোকের পথ, যদের প্রতি আপনার অনুগ্রহ রয়েছে । তাদের পথ নয়, যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে ।" -[সূরা ফাতিহাঃ ৬-৭]


মূলঃ হাফিজ ইবনুল কায়্যিম (রহঃ)
অনুবাদকঃ আরিফুল ইসলাম দিপু

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم