পোশাক-পরিচ্ছদের ব্যাপারে করণীয়

পোশাক-পরিচ্ছদের ব্যাপারে আমাদের পালনীয় আমলসমূহ নিম্নরূপঃ

১. পরিষ্কার-পরিচ্ছন্ন ও সামর্থ্যানুযায়ী ভালো পোশাক পরিধান করা। -(নাসায়ী: ৫২২৩)

২. পোশাক পরিধানের সময় ডান দিক থেকে শুরু করা। -(নাসায়ী: ১৭৬৬)

৩. জুতা পরার সময় আগে ডান পায়ে পরা, খোলার সময় আগে বাম পা খোলা। -(তিরমিযী: ১৭৭৯)

৪. ঢিলাঢালা পোশাক পরা। -(তিরমিযী: ১৭৬৩)

৫. জুম'আর সালাতে সর্বাধিক ভালো পোশাক পরিধান করা। -(ইবনে মাজাহ: ১০৯৬)

৬. লুঙ্গি, পায়জামা প্যান্ট পায়ের গোড়ালীর নিচে না পরা। -(তিরমিযী: ১৭৩০)

৭. পুরুষ লোক যেকোন রকমের সোনা ও রেশমী পোষাক না পরা। -(ইবনে মাজাহ: ৩৫৯৫)

৮. পোশাকের সাজ-সজ্জায় কিংবা বেশভূষায় পুরুষ মহিলার বেশ ধারণ না করা এবং মহিলা পুরুষের বেশ ধারণ না করা। -(বুখারী: ৫৮৮৬)

৯. পোশাক পরিধান করার সময়ের দোয়া- "আলহামদু লিল্লাহিল্লাজী কাসানী হা-জাছছাওবা ওয়া রাযাক্বনীহি মিন গাইরে হাওলীন মিন্নী ওয়ালা কুওয়্যাতিন " পাঠ করা। -(আবু দাউদ: ৪০২৩)

পোস্ট টি শেয়ার করে সবাইকে সচেতন করার অনুরোধ রইল।

Post a Comment

Previous Post Next Post