বনি ইসরাইলের এক মহিলা মূসা (আ) এর কাছে এসে বললো, "হে আল্লাহর রাসূল! আমি এক বিরাট পাপ করেছি ; অতঃপর তা থেকে আল্লাহর কাছে তাওবাহ করেছি। আপনি দু'আ করুন, যেন আল্লাহ আমার গোনাহ মাফ করে দেন এবং আমার তাওবাহ কবুল করেন।"
-মূসা (আ) জিজ্ঞেস করলেন, "তোমার পাপটি কী?"
-সে বললো, "আমি অবৈধ যৌনকর্মে লিপ্ত হয়ে একটি সন্তান প্রসব করেছি। অতঃপর তাকে হত্যা করে ফেলেছি।"
-মূসা (আ) বললেন, "ওহে দূরাচারিণী! এক্ষণি এখান থেকে দূর হও। নয়ত আকাশ থেকে আগুন এসে আমাদেরকে জ্বালিয়ে ফেলবে।"
মহিলাটি ভাঙ্গা মন নিয়ে চলে গেল। তৎক্ষণাৎ জিবরীল (আ) এসে বললেন, "ওহে মূসা (আ)! আল্লাহ (সুঃওঃতাঃ) জানতে চেয়েছেন, কী কারণে আপনি এই তাওবাহকারিণীকে দূর করে দিলেন? তার চেয়েও অধম লোক কি আপনার চোখে পড়ে না?"
-মূসা (আ) বলেন, "ওহে জিবরীল এর চেয়েও দুরাত্মা আর কে আছে?"
-জিবরীল (আ) বলেন, "(এর চেয়েও জঘন্য হলো) ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী।"
- কিতাবুল কাবাইর
ইমাম আয-যাহাবী, ২১ পৃষ্ঠা
চিন্তা করে দেখুন, সালাত ত্যাগ করা কত বড় পাপ!
-মূসা (আ) জিজ্ঞেস করলেন, "তোমার পাপটি কী?"
-সে বললো, "আমি অবৈধ যৌনকর্মে লিপ্ত হয়ে একটি সন্তান প্রসব করেছি। অতঃপর তাকে হত্যা করে ফেলেছি।"
-মূসা (আ) বললেন, "ওহে দূরাচারিণী! এক্ষণি এখান থেকে দূর হও। নয়ত আকাশ থেকে আগুন এসে আমাদেরকে জ্বালিয়ে ফেলবে।"
মহিলাটি ভাঙ্গা মন নিয়ে চলে গেল। তৎক্ষণাৎ জিবরীল (আ) এসে বললেন, "ওহে মূসা (আ)! আল্লাহ (সুঃওঃতাঃ) জানতে চেয়েছেন, কী কারণে আপনি এই তাওবাহকারিণীকে দূর করে দিলেন? তার চেয়েও অধম লোক কি আপনার চোখে পড়ে না?"
-মূসা (আ) বলেন, "ওহে জিবরীল এর চেয়েও দুরাত্মা আর কে আছে?"
-জিবরীল (আ) বলেন, "(এর চেয়েও জঘন্য হলো) ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী।"
- কিতাবুল কাবাইর
ইমাম আয-যাহাবী, ২১ পৃষ্ঠা
চিন্তা করে দেখুন, সালাত ত্যাগ করা কত বড় পাপ!
Post a Comment