বিষয়ভিত্তিক হাদীস : দোয়া ও যিকর

●●● আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন: ''দুটি কালিমা (বাক্য) রয়েছে, যে দুটি দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, জবানে (উচ্চারণে) খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। তা হচ্ছে, 'সুবহানাল্লাহী অবিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম'। (অর্থাৎ আমরা আল্লাহ্ তা'আলার প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ্ অতীব পবিত্র)। -[সহীহুল বুখারী: ৬৪০৬, ৬৬৮২; মুসলিম: ২৬৯৪]


●●● উক্ত রাবী (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, "আমার এই বাক্যমালা 'সুবানাল্লাহিল অলহামদুলিল্লাহিল অলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার' পাঠ করা সেই সমস্ত বস্তু অপেক্ষা অধিক প্রিয়, যার উপর সূর্যোদয় হয়।" -[বুখারী, মুসলিম, তিরমিযী, রিয়াযুস স্বা-লিহীনঃ ১৪১৭]


●●● আবু আইয়ুব আনসারী (রা:) থেকে বর্ণিত, নবী (সা:) বলেছেন, "যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহু অহদাহু লা শারীকা লাহ্, লাহুল মুলকু অলাহুল হামদু অহুয়া আলা কুল্লি শায়ইন ক্বাদীর' দিনে দশবার পাঠ করবে, সে ব্যক্তি ইসমাঈলের বংশধরের চারজন দাস মুক্ত করার সমান সাওয়াব লাভ করবে।" -[সহীহুল বুখারী: ৬৪০৪; মুসলিম: ২৬৯৩]


●●● আবু যার (রা:) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রসূল (সা:) আমাকে বললেন: "আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কথা তোমাকে জানাব না কি? আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কথা হল, 'সুবহানাল্লাহি অবিহামদিহ্'। - [মুসলিম, তিরমিযী, রিয়াযুস স্বা-লিহীনঃ ১৪২০]


●●● আবু মালিক আশআরী (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ্ (সা:) বলেন: "পবিত্রতা ঈমানের অর্ধেক। আর 'আলহামদু লিল্লাহ' (কিয়ামতে নেকীর) দাঁড়িপাল্লাকে ভরে দিবে এবং 'সুবহানাল্লাহ' ও 'আলহামদুলিল্লাহ্' আসমান ও যমীনের মধ্যস্থিত শূন্যতা পূর্ণ ক'রে দেয়।" - [মুসলিম, তিরমিযী, ইবনু মাজাহ, রিয়াযুস স্বা-লিহীনঃ ১৪২১]


●●● কা'ব ইবনে উজরাহ্ (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, ''নামাযান্তে (নামাজ শেষে) কিছু বাক্য রয়েছে, সেগুলো যে পড়বে, সে আদৌ ব্যর্থ হবে ননা। তা হচ্ছে প্রত্যেক ফরয নামাজের পর ৩৩ বার 'সুবহানাল্লাহ্' ৩৩ বার 'আলহামদুলিল্লাহ্' ও ৩৪ বার 'আল্লাহু আকবার' পড়া। -[মুসলিম: ৫৯৬; তিরমিযী: ৩৪১২]


আরো পড়ুনঃ

Post a Comment

أحدث أقدم