কেন কাদিয়ানীরা পথভ্রষ্ট ?

কাদিয়ানীদের জঘন্য আক্বীদা:

১. মীর্যা গোলাম আহমাদ আল্লাহর সাথে নিজেকেও সবকিছুর সৃষ্টিকর্তা বলে দাবি করেছেন। (আহমেদিয়াত মুভমেন্টঃ মির্যা বশিরুদ্দীন)

২. সে আরো দাবি করেছে, সে আল্লাহর পুত্র।

৩. কাদিয়ানী দলটি মীর্যা গোলাম আহমাদ কাদিয়ানীকে একই সাথে নাবী, ঈসা মাসীহ ও ইমাম মাহদী বলে বিশ্বাস করে ।

৪. এরা বিশ্বাস করে মালইকারা আল্লাহর অঙ্গ-প্রত্যঙ্গ। (না'উজুবিল্লাহ)

৫. এরা কুর'আনের বহু আয়াত এর অর্থ বিকৃত করেছে।

৬. এরা নাবী (সা:) কে শেষ নাবী হিসেবে মানে না এবং ক্বিয়ামতের পূর্বে ঈসা (আ:) এর আগমনকে অস্বীকার করে।

৭. এরা পৃথিবীতেই পুনর্জন্মে বিশ্বাসী।

৮. কাদিয়ানীরা আল্লাহকে অনেক ক্ষেত্রে অজ্ঞ মনে করে। (না'উজুবিল্লাহ্)

৯. এরা বিশ্বাস করে যেকোনো ভাষায় সালাত পড়লে তা শুদ্ধ হবে, আরবীতে না পড়লেও চলবে।

তথ্যসূত্র: 'কাদিয়ানী ও শিয়া কারা ভেবে দেখেছেন কি?' -এইচ এম শামসুর রহমান

Post a Comment

أحدث أقدم