ফেইসবুক ফ্রেন্ডলিস্টে কোন নারী রাখা যাবে কি?


আলহামদুলিল্লাহ্ 

প্রথমত,
ফেইসবুকের ভালো দিক ও খারাপ দিক দুটিই রয়েছে। আর তা নির্ভর করে, কেন ফেইসবুক একাউন্ট খুলা হয়েছে এবং ফেইসবুকে সে কি করে। 

দ্বিতীয়ত,
আমরা নন মাহরাম নারীদের ফ্রেন্ডলিস্টে এ্যাড করা কে বৈধ মনে করি না। বিশেষ করে তাদের (নন মাহরামদের) সাথে চ্যাটিং (মেসেজ আদান প্রদান) করা বৈধ মনে করি না। কারণ এতে তাদের জন্য ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যায় এবং এতে প্রায়ই নারী-পুরুষের মধ্যে সম্পর্ক গড়ে উঠে। আর মুসলিমদের জন্য উচিত নয় শয়তান কর্তৃক প্রতারিত হয়ে দাওয়াত, উপদেশ, পরামর্শ কিংবা একে অপরের সাহায্যের নামে সম্পর্ক গড়ে তোলা।

যদি সত্যিকারেই কোন পুরুষ ইসলামের দিকে ডাকতে চায়, তাহলে এমন অনেক পুরুষই আছে যাদেরকে সে দ্বীনের ব্যপারে উৎসাহ ও সসাহায্য করতে পারে। একইভাবে বোনদের জন্যও এমন অনেক বোন রয়েছে যাদেরকে তারা উপদেশ দিতে পারে। 

তাই আমরা আশা করি আমাদের ভাইয়েরা এই বিষয়ে সতর্ক হবেন এবং এইসব সন্দেহপূর্ণ আচরণ থেকে দূরে থাকবেন এবং ফিতনার দরজা বন্ধ রাখবেন। যদি কেউ পূর্বে এরকম করে থাকেন, তবে সে যেন তার বন্ধু তালিকা থেকে নারীদের সরিয়ে দেয়। এটাই তার জন্য ও তাদের জন্য উত্তম। 

আল্লাহ্ ভালো জানেন। 

উত্তর দিয়েছেন: islamqa.info team
অনুবাদ করেছেন: Areful Islam Dipu

Post a Comment

أحدث أقدم