দুঃখের সাথেই রয়েছে সুখ

"অবশ্যই দুঃখের সাথে সুখ আছে।" (সূরা আল ইনশিরাহ, আয়াত: ৬)

আহার করার পর পুনরায় ক্ষুধা লাগে, পান করার পর পুনরায় পিপাসা জাগে। অস্থিরতার পর ঘুম আসে। অসুস্থতার পর সুস্থতা আসে, পথ হারাবার পর পথ খুঁজে পাবে আর রাতের পর দিন আসবে এটাই নিয়ম।

"সম্ভবত আল্লাহ্ বিজয় ঘটাবেন অথবা তাঁর ইচ্ছানুযায়ী কোন সিদ্ধান্ত নিবেন।" -(সূরা মায়িদাহ, আয়াত: ৫২)

অন্ধকার রাত্রিতে এক আলোকিত সুপ্রভাতের আগমনের সংবাদ জানাও, যে প্রভাতের আলো পাহাড় ও উপত্যকাসমূহে ছড়িয়ে পড়বে। যদিও আপনি মরুভূমিকে মাইলকে মাইল বিস্তৃত দেখছেন, তবুও জেনে রাখুন যে, এই দূরত্বের পরেও পর্যাপ্ত ছায়াঘেরা অনেক সবুজ অবারিত মাঠ রয়েছে।

যখন ইব্রাহীম (আ:) কে আগুনে ফেলা হল তখন তার প্রভুর সাহায্য পাওয়ার কারণে তিনি আগুনের তাপ অনুভব করেননি। আল্লাহ্ তা'আলা বলেন, "আমি বললাম: হে আগুন তুমি ইব্রাহীমের জন্য শীতলতা প্রদানকারী ও নিরাপত্তা দানকারী হয়ে যাও।" -(সূরা আম্বিয়া, আয়াত: ৬৯)

সাগরতো মূসা (আ:) কে ডুবাতে পারেনি; কেননা, তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছিলেন- "কখনও নয়: নিশ্চয় আমার সাথে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন।" -(সূরা আশ শোয়ারা, আয়াত: ৬২)

আর নবী করীম (সা:) আবু বকর (রা:) কে গুহাতে বলেছিলেন, "আল্লাহ্ আমাদের সাথে আছেন"। আর তখন তাদের উপর শান্তি ও প্রশান্তি অবতীর্ণ হয়েছিলো।


বই- লা তাহযান
লেখক- ড. আইদ আল কারণী

Post a Comment

أحدث أقدم