সালাফি ও সালফিজম


সালাফী (Salafi): সালাফী শব্দটি এসেছে 'সালাফ' (পূর্বসূরী) শব্দ হতে। যার অর্থ বুঝায় প্রথম তিন যুগের মুসলিমদের (ধর্মীয় বিশ্বাস, আচার-আচরণ ও কর্ম পদ্ধতিতে) অনুসরণ করা। এ বিষয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত একটি হাদীসে এসেছে- 'সর্বোত্তম প্রজন্ম আমার প্রজন্ম (সাহাবীগণ), তারপর পরবর্তী প্রজন্ম (তাবিউন), তারপর এর পরবর্তী প্রজন্ম (তাবি তাবি'উন)'। আর এই তিন প্রজন্মকে একত্রে সালাফ বলা হয়।

সালাফিজম (Salafism): এমন একটি আন্দোলন যার মাধ্যমে মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও করণীয়-বর্জনীয় বিষয়াধি প্রথম তিন যুগের সাথে সাদৃশ্য রাখার প্রয়াস চালানো হয়।

নিচে প্রথম তিন যুগের কিছু শ্রেষ্ঠ মানুষের নাম উল্লেখ করা হল-

প্রথম যুগ: এ যুগে রয়েছে নাবী মুহাম্মদ (সা.) ও তাঁর সাহাবীগণ (রা:)। আর মুসলিমদের জন্য এটাই শ্রেষ্ঠ যুগ ও শ্রেষ্ঠ আদর্শ। যেখানে রয়েছে নাবী মুহাম্মদ (সা.) ও খোলাফায়ে রাশেদীনরা (রা.)।

দ্বিতীয় যুগ: এ সময়কে তাবি'উনদের যুগ বলে। যারা সরাসরি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরে সাক্ষাত পান নি। কিন্তু সাহাবায়ে কেরামদের পেয়েছেন। কয়েকজন উল্লেখযোগ্য তাবি'উনদের নাম হলো-

  • আব্দুল্লাহ ইবনে মুবারক (রহ.)
  • হাসান আল বাসরী (রহ.)
  • মুহাম্মদ ইবনে আল হানাফিয়্যা (রহ.)
  • মুহাম্মদ ইবনে শিরিন (রহ.)
  • উমার ইবনে আব্দুল আযীয (রহ.)
  • কাতাদাহ (রহ.)
  • তারিক বিন যিয়াদ (রহ.)

তৃতীয় যুগ: তাবি'উনদের পরবর্তী এ যুগ কে তাবি- তাবি'উনদের যুগ বলা হয় । তাবি-তাবি'উনদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম হলো-

  • মুহাম্মদ বিন কাসিম (রহ.)
  • যায়িদ ইবনে আলী (রহ.)
  • নুমান বিন সাবিত (আবু হানিফা) (রহ.)
  • যাফর আল সাদিক (রহ.) 
  • মালিক বিন আনাস (রহ.)
  • মুহাম্মদ ইবনে ইদ্রীস আল শাফি'ই (রহ.)
  • আহমাদ ইবনে হাম্বাল (রহ.)


ইমাম ইবনু তাইমিয়া (রহ.) বলেন:
"এতে দোষের কিছু নেই যে কেউ দাবি করে সে সালাফদের পথ অনুসরণ করছে, এর সাথে নিজেকে জড়িত করছে কিংবা পরিচয় দিচ্ছে । কারণ সালাফদের পথ অন্য কিছুই না বরং সত্য ও সঠিক ।" (মাজমু ফাতোয়া, ৪/১৪৯)

শাইখ ইবনে উসাইমীন (রহ.) এক প্রশ্নের জবাবে বলেন:
"সালাফদের দিকে নিজেকে সম্পর্কিত করা ওয়াজিব, যেহেতু তাঁরা (সালাফগণ) সেটাই অনুসরণ করেছেন যা রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুসরণ করেছেন। আর নিজেকে সালাফি বলা যদি উদ্দেশ্য হয় এর দ্বারা দল প্রতিষ্ঠা করা, অর্থাৎ কোন দলের সাথে সম্পৃক্ত করা তাহলে আমরা এসব দলের বিরুদ্ধে লড়াই করি। আমাদের কাছে ওয়াজিব হল মুসলিম উম্মাহকে হতে হবে একই দল রসূলুল্লাহ্ (সা.) ও তাঁর সাহাবীদের পথ অনুযায়ী। যদি কেউ সালাফি বলে এটা উদ্দেশ্য করে যে 'সালাফদের অনুসরণ, দল প্রতিষ্ঠা নয়' তাহলে এটা হক্ব, সঠিক।"



তাই যারা 'সালাফী' শব্দটির ভুল ব্যখ্যা করে মানুষদের বিভ্রান্ত করে তাদের থেকে সতর্ক থাকুন ।

Post a Comment

أحدث أقدم