সবচেয়ে সাহসী ব্যক্তি যিনি ছিলেন

‘আলি (রা.) আবু বাক্‌র (রা.) এর সাহসিকতার ভূয়সী প্রশংসা করতেন। তিনি তাকে ফিরাউনের প্রাসাদে বসবাসকারী বিশ্বাসী লোকটির থেকেও সাহসী হিসেবে তুলে ধরতেন।

'আলী (রা.) তার খিলাফাতকালে একবার খুতবাহ দেওয়ার সময় উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন, “বলো, সবচেয়ে সাহসী মানুষ কে ছিলেন?” উপস্থিতরা বলে উঠলো, “আপনি, হে আমীরুল-মু’মিনীন।”

‘আলি (রা.) বললেন, “একথা সত্য যে, এমন কোনো দ্বৈতযুদ্ধ ছিল না যাতে আমি জয়ী হইনি; তবে মানুষের মাঝে সবচেয়ে অধিক সাহসী ছিলেন আবু বাক্‌র (রা.)। এক যুদ্ধে আমরা নাবি (সা.) এর জন্য একটি শিবির নির্মাণ করলাম, এবং জিজ্ঞেস করলাম, ‘নাবি (সা.)-কে মুশরিকদের থেকে নিরাপত্তা দেওয়ার জন্য কে থাকবে?’

আল্লাহর কসম, আমাদের একজনও এগিয়ে এলো না, একমাত্র আবু বাক্‌র (রা.) ব্যতীত, এবং তিনি প্রত্যেকের সাথে লড়াই করলেন যারা-ই নাবি (সা.)-কে আক্রমণ করতে এসেছে। তাই তিনিই সবার চেয়ে সাহসী।

আমার মনে পড়ে, কুরাইশরা নাবি (সা.)-কে বিরোধিতা করে তাঁকে ঘিরে ধরে ঝাঁকুনি দিয়ে বলত, ‘তুমি আমাদের প্রভূদেরকে বাদ দিয়ে মাত্র একজনকে প্রভূ বানিয়েছো?’ আল্লাহর কসম, সে সময়, আমাদের মাঝ থেকে একজনও এগিয়ে এলো না, কেবলমাত্র আবু বাক্‌র (রা.) ছাড়া। তিনি তাদের একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, আরেকজনকে আঘাত করলেন, আর একইসাথে বলতে থাকলেন, ‘তোমাদের উপর দুর্ভোগ হোক, তোমার একজন মানুষের বিরুদ্ধে শুধু এই কারণে লড়াই করছ যে, তিনি বলেন, ‘আমার প্রভূ আল্লাহ?’
একথার পর ‘আলি (রা.) এত কাঁদলেন যে তার দাঁড়ি চোখের পানিতে ভিজে গেল। এরপর তিনি বলা শুরু করলেন,
'তোমাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কসম, কে উত্তম ছিলেন-ফিরাউনের পরিবারের বিশ্বাসী লোকটি নাকি আবু বাক্‌র?” উপস্থিত লোকেরাও কাঁদতে শুরু করে দিলেন তার কথায়। ‘আলি (রা.) উত্তর দিলেন, “আল্লাহর কসম, আবু বাক্‌র (রা.) এক মুহূর্তের জন্য হলেও ফিরাউনের পরিবারের সেই বিশ্বাসীর চেয়ে উত্তম ছিলেন, এমনকি যদি সেই লোকটির মতো মানুষ মানুষ দিয়ে পৃথিবী ভরে ফেলা হয়, তবুও তাদের চেয়ে আবু বাক্‌র উত্তম ছিলেন। কারণ, সে তার বিশ্বাসকে লুকিয়ে রেখেছিল, আর আবু বাক্‌র (রা.) তার বিশ্বাসকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন।'

মাক্কায় জুলুম-অত্যাচারের পর বহুকাল পরও ‘আলি (রা.) আবু বাক্‌র (রা.) এর সাহসিকতার কথা স্মরণ করেছেন; সেই সাহসিকতা ও আত্মত্যাগ এত হৃদয়গ্রাহী ছিল যে, ‘আলি (রা.) এবং উপস্থিত সকলের চোখ অশ্রুতে ভিজে গিয়েছিল।


আবু বাক্‌র সিদ্দিক: জীবন ও শাসন
লেখক: ড. 'আলী মুহাম্মাদ আস সাল্লাবি
প্রকাশনায়: সিয়ান পাবলিকেশন

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم