'তুমি ফিরবে বলে' বই রিভিউ


ইসলামিক বই রিভিও
বইয়ের নাম : তুমি ফিরবে বলে
লেখক : জাকারিয়া মাসুদ
সম্পাদক : আসিফ আদনান
বই ক্যাটাগরি : ইসলামি আদর্শ ও মতবাদ
প্রকাশন : সমর্পণ প্রকাশন
প্রথম প্রকাশ : জুলাই ২০১৯
পৃষ্ঠা সংখ্যা : ১৮০
মুদ্রিত মূল্য : ২৭৫ টাকা

লেখক পরিচিতি: প্রথম বই 'সংবিৎ' দ্বিতীয় বই ' ভ্রান্তিবিলাস। সহলেখক- 'সত্যকথন' ও 'প্রত্যাবর্তন'

বইয়ের নামকরণের স্বার্থকতা : একদম যথার্থ।

ব্যক্তিগত রেটিং : ১০/১০

বই সম্পর্কে আমার অভিমত:
চলার পথে অনেক বড় ভাইয়ের সাথে পরিচিত হলেও এই বড় ভাইটা একদমই অন্যরকম । আমাদের ভুল ধরিয়ে দেয়। আমার টি-শার্টে চেগুয়াবারার ছবি দেখে অনেক ঝাঁড়ি দিল। রিক্সায় গার্লফ্রেন্ডর সাথে ঘুরতে যেয়ে ভাইয়ের চোখে পড়ে গেলাম। ভালোবেসে ভালো ভাষায় বুঝিয়ে দিল। বুঝলাম, আমার ভুল সম্পর্কে। এছাড়া, আমাকে শুনালো কিংবদন্তির কাহিনী । জীবন্ত, অবাস্তব কাহিনীগল্প নয় যা নাটক সিনেমায় । কিংবদন্তির নায়ক মুসআব সম্পর্কে একটু জানলেও অজানা ছিল সালমান রাজপুত্তুরের কথা। ভাইয়া আমাকে ভালোবেসে তাঁর ভাষা অনুযায়ি অখাদ্য কবিতা শুনালেও আমার কাছে ভালোই লেগেছে। আমাকে স্বরণ করিয়ে দিয়েছে এমন মানবের কথা যাকে মুশরিকরাও সত্যভাষী মেনে নিয়েছিল। বুঝতে পেরেছিলাম আমাদের আদর্শ রাসূল (স:) সম্পর্কে বলবেন। কয়েকমাস আগ থেকে আমিও সত্যভাষী হওয়ার চেষ্টা করছি। প্রতিটা চিঠি যত্ন করে রাখার মত। আমরা যেসব বিষয়গুলোতে ডুবে থাকি সেসব নিয়ে সতর্ক করলো। সেক্স-মিউজিক-মুভি-ড্রাগ-মানি-ক্যারিয়ার ইত্যাদি। ভাইয়া, চতুর্থ চিঠিতে ' Come on my brother, let us pray ' তে সলাতের এক অসাধারণ আহ্বান জানিয়েছে। অন্যরকম লেগেছে তার চিঠিটা।

পরিশেষে, ১৪ টা চিঠি আমার কাছে খুব ভালো লেগেছে। যে চিঠি আমি অনেকবার পড়েছি, অনেক কেঁদেছি। সেটি ১১ তম চিঠি 'প্রবঞ্চনা কোরো না নিজের সাথে'।

রিভিও দিয়েছেন : Redwan Mahmud
রিভিও প্রকাশ : ৬ মে ২০২০ ইংরেজি।

Post a Comment

Previous Post Next Post