প্র: গুগল এডসেন্স কি?
উ: বর্তমান অনলাইন জগতে সবচেয়ে নির্ভরযোগ্য বিজ্ঞাপন প্লাটফর্ম। যারা এডভারটাইজার ও পাবলিশার এর যোগসূত্র হিসেবে কাজ করে।
প্র: গুগল এডসেন্স কি ইসলাম সমর্থন করে?
উ: শর্তসাপেক্ষে সমর্থন করে। অর্থাৎ কোন অশ্লীল কিংবা হারাম বিজ্ঞাপন না দিলে সমর্থন করে।
প্র: গুগল এডসেন্স কি বাংলা ব্লগ সাপোর্ট করে?
উ: হ্যা, সাপোর্ট করে।
প্র: গুগল এডসেন্স এপ্রোভাল পেতে কোন বাংলা ব্লগ/সাইটের নূন্যতম ভিজিটর কেমন হতে হবে?
উ: এটা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে দৈনিক ৫০০+ ইউনিক ভিজিটর হলেই সম্ভাবনা বেড়ে যায়।
প্র: কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?
উ: এডসেন্স একাউন্ট খোলা কোন কঠিন কাজ নয়। একটি জিমেইল একাউন্ট থাকলেই হয়। তবে এপ্রোভাল পাওয়া একটু কঠিন।
প্র: গুগল এডসেন্স কিভাবে এপ্রোভাল পাওয়া যাবে?
উ: সংক্ষিপ্তভাবে বলতে গেলে - ১০০+ ইউনিক কন্টেন্ট, ৫০০+ ভিজিটর(দৈনিক), একটি কাস্টম ডোমেইন, ১ বছর+ বয়স ই যথেষ্ট।
প্র: বাংলাদেশ থেকে গুগল এডসেন্স থেকে টাকা পাওয়ার সবচেয়ে সহজ উপায় কি?
উ: ব্যাংক ট্রান্সফার।
প্র: গুগল এডসেন্স কি ইসলামিক কন্টেন্ট সমৃদ্ধ সাইট/ব্লগ সমর্থন করে?
উ: হ্যাঁ।
প্র: বাংলা ওয়েবসাইট/ব্লগ থেকে দৈনিক কতো আয় করা যেতে পারে?
উ: এটা ডিপেন্ড করবে daily viewers, viewers origin and add click এর উপর।
প্র: Google Adsense এর Pin Code Verification করবো কিভাবে?
উ: এডসেন্স থেকে আপনার ইনকাম $10 হলে গুগল আপনার billing address এ পিন কোড সেন্ড করবে। এজন্য আপনার billing address টি নির্ভুল হওয়া জরুরি।
প্র: গুগল এডসেন্স এর বিলিং এড্রেস এ কোন কোন তথ্যগুলো দেওয়া আবশ্যক?
উ: আপনার নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস, পোস্টাল কোড, থানা ও জেলা।
Post a Comment