মোবাইল ও ল্যাপটপ বিষয়ে টেকনিক্যাল আলোচনা (পর্ব-১)

প্র: মোবাইলে Shareit এর বিকল্প কোন  Apps টি ভালো?

উ: Share me/ Xender/ Share lite


প্র: ইউটিউব এর মাত্রাতিরিক্ত add বন্ধ করার উপায় কি?

উ: Youtube vanced এ্যাপ ইউজ করতে পারেন/ বিভিন্ন extension ইউজ করতে পারেন।




প্র: File Mirror App এর সুবিধা কি?

উ: একই ওয়াইফাই নেটওয়ার্কে ফাইল ট্রান্সফার করার জন্য File Mirror App খুব চমৎকার কাজে দেয়। অন্যান্য এপের সাথে এর পার্থক্য হলো, এটার জন্য প্রতিবার আলাদা নেটওয়ার্কে কানেক্ট করা লাগে না, এরপর আবার কষ্ট করে 162.4w7.157... কোড লিখে ঢোকা লাগে না। 


প্র: বিকাশ এর তুলনায় নগদ এর সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চাচ্ছি। কোনটা বেশি ভালো?

উ: বিকাশ সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে। নগদ ব্যবহারকারিও দিন দিন বাড়ছে।

বিকাশে ক্যাশ আউট চার্জ নগদের থেকে বেশি।। নগদে কম‌।

বিকাশে সুদ আসে, নগদেও সুদ আসে। ২টাতেই অফ করা যায়। তবে নগদের এ্যাপ ইসলামী করা যায়।

সব দিক থেকে দুইটাই সম পর্যায়ের। ২টাতেই ফ্রিতে এ্যাকাউন্ট খোলা যায়। তাই একাধিক এ্যাকাউন্ট খোলা থাকলে সমস্যা নেই। ২টাই ব্যবহার করতে পারেন।


প্র: বিকাশের ডিসবার্সমেন্ট রিসিভড এমাউন্ট টা কিসের?

উ: Cashback/ Discount/ Interest


প্র: গ্রাফিক্স ডিজাইনের সময় কি কি রিসোর্সের প্রয়োজন পরে?


উ: রিসোর্স গুলো নিচে দেওয়া হলো >>>

ফ্রী হাই রেজোলিউশান ছবির জন্য রিসোর্সঃ

1. unsplash.com

2. pexels.com

3. pixabay.com

4. freepik.com


ফ্রী প্রোফেসনাল ফন্টের রিসোর্সঃ

1. dafont.com

2. 1001freefonts.com


(বাংলা ফন্ট)>>

3. okkhor bayanno.com

4. lipighor.com


ফ্রী ব্রাশের জন্য রিসোর্সঃ

1. brushezzy.com


ফ্রী মকাপের জন্য রিসোর্সঃ

1. graphicbruger.com

2. mockuptree.com

3. creativebooster.net

4. freepik.com


ফটো কম্প্রেসসর:

1. compressor.io

2. format factory (software)


ফ্রী পিএনজি ছবির রিসোর্সঃ

1. pngtree

2. freepngimg.com


ফ্রী কালার ও গ্র্যাডিয়েন্টঃ

1. flatuicolors.com

2. uigradients.com


ফ্রী সফটওয়্যার ডাউনলোড করার জন্য রিসোর্সঃ

1. getintopc


ফ্রী গ্রাফিক্স ডিজাইন শিখার জন্য ইউটিউব চ্যানেলঃ

1. learn with sohag

2. cc designer

3. ad academy

4. maxpoint hridoy

4. asm arif

5. piximperfect

6. rafya

7. benny production >>>> (For photoshop speed art)

color সম্পর্কে জানার জন্য রিসোর্সঃ

লিঙ্কঃ https://99designs.com/blog/tips/the-7-step-guide-to- understanding-color-theory/


আশা করি পোস্টটি আপনাদের কাজে দিবে !!!!

ধন্যবাদ।


প্র: সৌদি প্রবাসীদের Tawakkalna এপটা কি জন্য লাগবে কেউ একটু বলেন প্লিজ?

উ: এইটা করোনা রোগীদের নজর রাখার জন্য করা হয়ে ছিল। কিন্তু সৌদি সরকার এখন এইটা সবার জন্য বাধ্যতামূল করে দিয়েছে।।এবং সবাইকে নজরদারি করা হবে। যা কাছে এইটা থাকবে না সে শপিংমল, দোকানে বা কোনো সেবামূলক স্থানেও প্রবেশ করতে পারবে না।


প্র: আইডির নাম্বার পাসওয়ার্ড কিছুই মনে নেই। এখন কি করতে পারি?

উ: আইডির ইউজার নেম দিয়ে ফরগট পাসওয়ার্ড দেন। যে নাম্বার দিয়ে খুলা সেখানে মেসেজ যাবে, শেষ দুই নাম্বার ও দেখতে পাবেন।


প্র: Windows 7/10 এর জন্য best antivirus কোনটি? Eset? এটা কী বাজার থেকে সিডি কিনে install করব? এর বর্তমান মূল্য কত?

উ: আমি একসময় Avira (৫৫০৳) ব্যবহার করতাম। পরে হিসেব করে দেখলাম আমার জন্য এভাস্ট (ফ্রি) ভার্সন বেস্ট হবে। তারপর থেকে এভাস্ট ব্যবহার করা হত। Avast রেগুলার আপডেট দিয়ে রাখলেই যথেষ্ট।  আর পিসিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু থাকলে Kaspersky কিনে ব্যবহার করতে পারেন।


প্র: BTCL এর ব্রডব্যান্ড ইন্টারনেট কীভাবে ব্যবহার করা যাবে?

উ: বিটিসিএল এর ওয়েবসাইটে (http://www.btcl.gov.bd/) আবেদন করুন।


প্র: দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন কিছু ইসলামি অ্যাপ সাজেস্ট করুন প্লিজ?

উ: আল হাদীস, কুরআন মাজীদ, Quran by Word (greentech), হিসনুল মুসলিম (greentech)।




© মুসলিম টেকনিশিয়ান


Post a Comment

Previous Post Next Post