শাইখ আবু আমিনাহ বিলাল ফিলিপ্স এর শিক্ষামূলক উক্তি
১/ সবসময় মনে রাখতে চেষ্টা করুন- আপনি যা করছেন আল্লাহ তা'আলা তা দেখছেন এবং ফেরেশতারা এগুলো লিখছেন।
২/ আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন এবং দয়া করুন যেন আল্লাহ তা'আলাও আপনাকে ভালোবাসেন এবং দয়া করেন।
৩/ কখনো ভুলে যাওয়া উচিত নয় যে আল্লাহ তা'আলা আমাদেরকে অনেক অদেখা, অজানা ও অপ্রত্যাশিত বিষয় থেকে হিফাজত করেন।
৪/ নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলুন, যাতে মানুষ আপনার নিকটবর্তী হলে সাচ্ছন্দ্যবোধ করে।
৫/ নিজের অর্জনকে গুরুত্ব দিতে শিখুন। সামান্য ব্যার্থতায় হতাশ হয়ে যাবেন না। আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখুন। সফলতা তাঁর হাত ধরেই আসে।
৬/ নিজেকে আরো উদ্যোমী করে তুলতে নিজের ভালো অভ্যাসগুলোর যত্ন নিন এবং ভালো কর্মগুলোকে শ্রদ্ধা করুন।
৭/ আল্লাহ্ আপনার অন্তরে লুকিয়ে থাকা সব প্রয়োজনগুলোই জানেন, যদিও আপনি তা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছেন না। তাই আল্লাহকেই বলুন....।
৮/ একটি সুন্দর ইবাদাত হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কারো কল্যাণকর কাজে সহযোগিতা করা।
৯/ এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। - [ড. বিলাল ফিলিপ্স]
১০/ যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই। - [ড. বিলাল ফিলিপ্স]
Post a Comment