১/
যখন আপনার মনে হবে এ জীবন আপনাকে শতশত কান্না উপহার দিয়েছে, তখন এটাও ভাববেন আল্লাহ তা'আলা আপনার মুখে অগণিত হাসি ফুটিয়েছেন।
২/
সুন্নাহভিত্তিক জীবন গড়ার শুরুটা হবে সালাতে নিয়মিত হওয়ার মাধ্যমে।
৩/
খাওয়া, পান করা, বংশ বৃদ্ধি করা, অতঃপর মৃত্যুবরণ করাই যদি আমাদের জীবনচক্র হয় তাহলে আমরা অন্যান্য প্রাণীর চেয়ে উত্তম কিছু না। কারণ আমরা ভুলেই গেছি আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কি!
৪/
আপনি যাকে ভালোবাসেন তার জন্য দোয়া করুন এবং আপনি যাকে ভালোবাসেন না তার জন্যও দোয়া করুন। কারন দোয়ার মাধ্যমেই আরোগ্য লাভ করা যায়।
৫/
একমাত্র ইসলাম ই শিক্ষা দেয় নারীদেরকে উপযুক্ত সম্মান, নিরাপত্তা ও ভালোবাসা দিতে।
৬/
সফলতার চাবি হলো নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম আর আল্লাহ তা'আলাকে স্মরণ।
৭/
যে অন্তরটা কুরআনের সাথে সংযুক্ত সে অন্তরটাই প্রকৃত আলোকিত।
৮/
আপনি একটি পাপ করে ফেলছেন মানে আপনার আর কোন আশা নেই এমনটা নয়। আপনি এখনি আল্লাহর দিকে ফিরে আসুন, তাওবাহ করুন।
৯/
আপনি যদি চান আল্লাহ আপনাকে দয়া করুক, তাহলে আপনি অন্যের প্রতি দয়াশীল হোন।
১০/
চলার পথে যখনই আপনি হতাশ হয়ে পড়েন, তখনই নিজের মধ্যে এ বিশ্বাস স্থাপন করুন যে 'আল্লাহ তা'আলা শীঘ্রই এ অবস্থান থেকে মুক্তি দেবেন'।
Post a Comment