খানা খাওয়ার পূর্বের ও খানা খাওয়ার সময়ের সুন্নাতসমূহ

১। বিসমিল্লাহ বলা।
২। ডান হাত দ্বারা খাওয়া।
৩। পাত্র থকে নিজের সামনের দিক হতে শুরু করা।
৪। হাত থেকে লোকমা পড়ে গেলে পরিষ্কার করে খাওয়া।
৫। তিন আঙ্গুল দ্বারা খাওয়া।
৬। খাওয়ার সময় বসার দুটি পদ্ধতি:
ক. দুই হাটু এবং দুই পায়ের পিঠের উপর নতজানু হয়ে বসা।
খ. ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা।
৭। খানা খাওয়ার পর পাত্র এবং আঙ্গুল চেটে খাওয়া।
৮। খাওয়ার পর আল্লাহ তাআলার প্রশংসায় “আলহামদুলিল্লাহ” বলা।

Post a Comment