আপন ঘরে নফল নামায আদায় করা

১। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
ফরজ ব্যতীত অন্য নামায ঘরে আদায় করা উত্তম । -[বুখারী: ৬১১৩, মুসলিম: ৭৮১]
২। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
মানুষের মাঝে নফল নামায আদায় করার চেয়ে আড়ালে আদায় করার সাওয়াব ২৫ গুণ বেশী। -[আল-মাত্বালিবুল আলিয়া: ৫৭৪]
৩। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
জনসমাগমে নামায পড়ার চেয়ে আড়ালে নামায পড়ার তেমন ফজিলাত যেমন ফরযের ফজিলাত নফলের উপর। -[তাবারানী]

Post a Comment