পান করার সুন্নাতসমূহ

১। বিসমিল্লাহ পাঠ করা।
২। ডান হাতে পান করা।
৩। পান করার সময় নিঃশ্বাস পাত্রের বাইরে ফেলা।
৪। বসে পান করা।
৫। পান করার পর  الحمد لله বলা। রাসূল স. বলেন,
বান্দা যখন আহার করে আল্লাহ তাআলার প্রশংসা করে, তিনি বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। তদ্রƒপ পানীয় পান করার পর আল্লাহ তাআলার প্রশংসা করলে তিনি তার উপর সন্তুষ্ট হয়ে যান।- [মুসলিম: ২৭৩৪]

Post a Comment