ইকামাতের সুন্নাত সমূহ

পূর্বে বর্ণিত আযানের প্রথম ৪টি সুন্নাত ইকামাতের সময়েও সুন্নাত। এভাবে পাঁচওয়াক্ত নামাযের ইকামাতে বিশটি সুন্নাত পাওয়া যায়।

আযান ও ইকামাতের সুন্নাতে এবং তার সওয়াবে পূর্ণতা অর্জনের জন্য নিম্মোক্ত বিষয়গুলোর প্রতিও যত্নবান হওয়া কাম্য।

১। আযান-ইকামাতের সময় কিবলার দিকে মুখ করা।
২। দাড়িয়ে আযান-ইকামাত দেওয়া।
৩। পবিত্র অবস্থায় আযান-ইকামাত দেওয়া। ইকামাতের জন্য পবিত্রতা আবশ্যক। অপবিত্র অবস্থায় ইকামাত দেওয়া যায় না।
৪। আযান-ইকামাতের সময় ওযুভঙ্গের কোন কারণে লিপ্ত না হওয়া। বিশেষ করে ইকামাত এবং নামাযের মধ্যে তাতে লিপ্ত না হওয়া।
৫। الله শব্দটি স্পষ্টভাবে উচ্চারণ করা।
৬। আযানের সময় উভয় কানে শাহাদাত আঙ্গুল দেওয়া।
৭। উচ্চস্বরে আযান দেওয়া। তার চেয়ে কম আওয়াজে ইকামাত দেওয়া।
৮। আযান ও ইকামাতের মধ্যে কিছু সময় দেরী করা। হাদীসে বর্ণিত হয়েছে যে, আযান ও ইকামাতের মধ্যে দুই রাকাত নামাযের সময় পরিমাণ দেরী করা। তবে মাগরিবের সময় দেরী না করলেও কোন অসুবিধা নেই।
১০। ইকামাতের সময় মুয়াযযিনের অনুরূপ বলবে। তবে قد قامت الصلاة এর জবাবে لا حىل و لا قىة إلا با বলবে।

Post a Comment