মুসলিমদের অধিকার বিষয়ক


  • আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "কিয়ামতের দিন প্রত্যেক হকদারের হক অবশ্যই আদায় করা হবে । এমনকি শিংবিহীন ছাগলকে শিংযুক্ত ছাগলের নিকট থেকে বদলা দেওয়া হবে ।" -[মুসলিম: ২৫৮২; তিরমিযী ২৪২০; রিয়াযুস স্বা-লিহীন: ২০৯]

    • আয়িশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "যে ব্যক্তি কারো জমি এক বিঘত পরিমাণ অন্যায়ভাবে দখল করে নেবে, (কিয়ামতের দিন) সাত তবক (স্তর) যমীন তার গলায় লটকে দেওয়া হবে ।" -[সহীহুল বুখারী: ২৪৫৩; মুসলিম: ১৬১২]

      • আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি তার (কোন মুসলিম) ভাইয়ের উপর তার সম্ভ্রম অথবা কোন বিষয়ে যুলুম করেছে, সে যেন আজই (দুনিয়াতে) তার কাছে (ক্ষমা চেয়ে) হালাল করে নেয়, ঐ দিন আসার পূর্বে যেদিন দীনার ও দিরহাম কিছুই থাকবে না । তার যদি কোন নেক আমল থাকে, তবে তার যুলুমের পরিমাণ অনুযায়ী তা হতে নিয়ে নেওয়া হবে । আর যদি তার নেকি না থাকে, তবে তার সঙ্গীর পাপরাশি নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে ।" -[সহীহুল বুখারী: ২৪৪৯; আহমাদ: ৯৩৩২]

        • আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "প্রকৃত মুসলিম সেই, যার জিভ ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে । আর প্রকৃত মুহাজির সেই, যে আল্লাহ্ যেসব কাজ করতে নিষেধ করেছেন তা ত্যাগ করে ।" -[সহীহুল বুখারী: ১০; মুসলিম: ৪০]

          • আবু উমামাহ ইয়াস ইবনে সা'লাবা হারেসী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি (মিথ্যা) কসম খেয়ে কোন মুসলিমের হক মেরে নেবে, তার জন্য আল্লাহ্ তা'আলা জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম করে দেবেন ।" একটি লোক বলল, 'যদি তা নগণ্য জিনিস হয় হে আল্লাহর রসূল!' তিনি বললেন "যদিও তা পিল্লু গাছের একটি ডালও হয় ।" -[মুসলিম: ১৩৭; নাসাঈ: ৫৪১৯]

          • উম্মে সালামাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বলেন, "আমি তো একজন মানুষ । আর তোমরা (বিবাদ করে) ফয়সালার জন্য আমার নিকট আসো । হয়তো তোমাদের কেউ কেউ অন্যের তুলনায় অধিক বাকপটু । আর আমি তার কথার ভিত্তিতে তার পক্ষে ফয়সালা করি । সুতরাং আমি যদি কাউকে তার (মুসলিম) ভাইয়ের হক তার জন্য ফয়সালা করে দিই, তাহলে আসলে আমি তার জন্য আগুনের টুকরা কেটে দিই ।"  -[সহীহুল বুখারী: ২৪৫৮; মুসলিম: ১৭১৩]

          • আবু মূসা রাদিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "এক মুমিন অপর মুমিনের জন্য অট্টালিকার ন্যায়, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে রাখে ।" তারপর তিনি (বুঝাবার জন্য) তাঁর এক হাতের আঙ্গুলগুলি অপর হাতের আঙুলের ফাঁকে ঢুকালেন । -[সহীহুল বুখারী: ৪৮১, ১৪৩২; মুসলিম: ২৫৮৫]

          • জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহ্ও তার প্রতি দয়া করবেন না ।" -[সহীহুল বুখারী: ৬০১৩, মুসলিম: ২৩১৯, রিয়াযুস স্বা-লিহীন: ২৩২]

          • নু'মান ইবনে বাশীর (রা:) বলেন, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "মুমিনদের আপোসের মধ্যে একে অপরের প্রতি সম্প্রীতি, দয়া ও মায়া-মমতার উদাহরণ (একটি) দেহের মতো । যখন দেহের কোন অঙ্গ পীড়িত হয়, তখন তার জন্য সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয় ।" -[বুখারী, মুসলিম, রিয়াযুস স্বা-লিহীন: ২২৯]

          • আবু হুরায়রা (রা:) কর্তৃক বর্ণিত, রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "মুসলিম মুসলিমের ভাই । সে তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, তাকে মিথ্যা বলবে না (বা মিথ্যাবাদী ভাববে না), তার সাহায্য না করে তাকে অসহায় ছেড়ে দেবে না । এক মুসলিমের মর্যাদা, মাল ও খুন অপর মুসলিমের জন্য হারাম । আল্লাহভীতি এখানে (অন্তরে) রয়েছে । কোন মুসলিম ভাইকে তুচ্ছ মনে করাটাই একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট ।" -[তিরমিযী, রিয়াযুস স্বা-লিহীন: ২৩৯]

          Post a Comment