♥ একে অপরকে জানিয়ে দিন যে আপনারা পরস্পরকে ভালোবাসেন।
♥ একই সময়ে দু'জন রেগে যাবেন না।
♥ সমালোচনা যদি করতেই হয় ভালোবাসা দিয়ে বলুন।
♥ পুরোনো ভুলগুলিকে তুলে আনবেন না।
♥ একে অপরকে উপেক্ষা করবেন না।
♥ দিনে কমপক্ষে একবার একসাথে (নফল) সালাত আদায় করুন।
♥ মনে রাখবেন সকল সফল স্বামী/স্ত্রীর পেছনে একজন শ্রান্ত পরিশ্রমী জীবনসঙ্গী থাকে, যে একটানা পরিশ্রম করে যায় অন্যজনকে সতেজ রাখতে।
♥ মনে রাখবেন ঝগড়া করতে দু'জনের প্রয়োজন হয়।
♥ আপনি যখন কোনো ভুল করবেন তা স্বীকার করে নিন।
♥ দিনে অন্তত একবার আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর প্রশংসা করুন।
♥ আপনার স্বামী/স্ত্রী বিছানায় যাওয়ার পর আপনি দশ মিনিটের বেশি বিলম্ব করবেন না।
♥ আপনার জীবনসঙ্গী কিছু বললে তা মন দিয়ে শুনুন।
♥ মনে রাখবেন আপনার স্বামী/স্ত্রী একটি ক্রিকেট বা ফুটবল ম্যাচ ও সিরিয়াল বা মুভির চেয়ে অধিক গুরুত্বপূর্ণ।
♥ আপনার সঙ্গী বা সঙ্গিনী যখন কোন নতুন পোশাক পরিধান করবে কিংবা ভিন্ন ভাবে মাথা আচরাবে তখন খেয়াল করুন।
♥ বিভিন্ন আনন্দদায়ক মূহুর্তগুলো স্মরণে রাখুন।
♥ আপনার পক্ষ থেকে আপনার সঙ্গী কাউকে কোন কাজ করে দিলে তাকে ধন্যবাদ দিন।
♥ যিনি দেরিতে ঘুম থেকে উঠবেন, তিনি বিছানা গুছিয়ে নিন।
♥ আপনার স্বামী/স্ত্রীকে ক্লান্ত-পরিশ্রান্ত দেখালে তার জন্য কিছু করুন।
♥ আপনার জীবন সঙ্গী কে কখনোই জনসম্মুখে অপমান করবেন না।
♥ নিজেদের গোপন কিছু অন্যদের নিকট বলে বেড়াবেন না।
♥ সবসময় পরস্পরের মধ্যে সু-সম্পর্কের জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন।
বিশেষ কৃতজ্ঞতায়ঃ The Muslim Marriage Guide
খুব ভালো লাগলো।
ReplyDeleteখুব ভালো সুবহানাল্লাহ।
ReplyDeletePost a Comment