× আওলিয়া- এর অলৌকিক ক্ষমতা সত্য।
× ওলীগণ মরেন না।
× ওলীগণ কবরে সালাত আদায় রত।
× ওলীগণ আল্লাহর সুবাস।
× ওলীগণ আল্লাহর জুব্বার অন্তরালে।
× শরীয়ত, তরীকত, মারিফত ও হাকীকত শ্রেণিবিন্যাস।
× বড় জিহাদ হলো মনের সাথে জিহাদ বা নিজের প্রবৃত্তির সাথে সংগ্রাম।
× গাওস- কুতুব এর মর্যাদা।
× যার পীর নেই তার পীর শয়তান।
× শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কালি উত্তম।
× আমার উম্মতের আলিমগণ বনী ইসরাইলের নবীগণের মতো।
× আলিমের চেহারার দিকে তাকানো আল্লাহর কাছে ৬০ বছরের সিয়াম ও কিয়াম (তাহাজ্জুদ) এর চেয়ে অধিক প্রিয়।
× আলিমের ঘুম ইবাদাত।
× মূর্খদের ইবাদাতের চেয়ে আলিমের ঘুম উত্তম।
× আসরের পর লেখা-পড়া করলে চুখের ক্ষতি হয়।
× চীনদেশে হলেও জ্ঞান সন্ধান করো।
× ইলম যাহির ও ইলম বাতিন শ্রেণিবিভাগ।
× যে দিন আমি নতুন কিছু শিখি নি সে দিন বরকতহীন।
× ভক্তিতেই মুক্তি।
× কিছু সময় চিন্তা-ফিকর হাজার বৎসর ইবাদাত থেকে উত্তম।
× স্বদেশ প্রেম ঈমানের অংশ।
× প্রচলিত পাঁচ কালিমা।
× কুলোখ ব্যবহার না করলে গোর আযাব।
× শবে বরাত বা শবে কদরের গোসল।
× ওযু, গোসল ইত্যাদির নিয়্যাত।
× ওযুর সময় কথা বলা যাবে না।
× আযানের সময় বৃদ্ধাঙ্গুলি চোখে বুলানো।
× সালাত পরিত্যাগে ৮০ হুকবা বা ১ হুকবা শাস্তি।
× মুত্তাকী আলিমের পিছনে সালাত নবীর পিছনে সালাত।
রাসূল (সা.) এর নামে প্রচলিত উপরোক্ত মিথ্যা ও বানোয়াট কথাগুলো সম্পর্কে নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন।
তথ্যসূত্র: হাদীসের নামে জালিয়াতি
লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
Post a Comment