কিছু প্রচলিত জাল ও ভিত্তিহীন হাদীস : পর্ব-২

× আশুরার দিনে বা রাতে বিশেষ সালাত।

× মধ্য শাবানের রাতে কিয়াম ও দিনে সিয়াম।

× প্রতিদিন ২০ বার মৃত্যুর স্মরণে শাহাদাতের মর্যাদা।

× কবর যিয়ারতের সময় সূরা ইয়াসীন পাঠ।

× কবর যিয়ারতের সময় সূরা ইখলাস পাঠ।

× মৃত্যুর সময় শয়তান পিতামাতার রূপ ধরে আসে।

× মৃত লাশকে সামনে রেখে উপস্হিতগণকে প্রশ্ন করা।

× মৃত্যুর পরে লাশের নিকট কুর'আন তিলাওয়াত করা।

× কবরের কাছে দান-সাদকা করা। অসুস্থ ও মৃত ব্যক্তির জন্য বিভিন্ন প্রকারের খতম।

× যে নিজেকে জানলো সে তার প্রভুকে জানল।

× মুমিনের কলব আল্লাহর আরশ।

× কিয়ামতে আল্লাহ মানুষদেরকে মায়ের নামে ডাকবেন।

× ১৮ হাজার মাখলুকাত।

× শাদ্দাদের জন্ম, মৃত্যু ও বেহেস্ত সৃষ্টির কাহিনী।

× রাসূল (সা.) জন্ম থেকেই কুরআন জানতেন।

× রাসূল (সা.) না হলে পৃথিবী সৃষ্টি হতো না।

× আরশের গায়ে রাসূল (সা.) এর নাম।

× আল্লাহর মুখমন্ডলের নূরে রাসূল (সা.) এর সৃষ্টি।

× রাসূল (সা.) তারকা-রূপে ছিলেন।

× নূর মুহাম্মদ ই প্রথম সৃষ্টি।

× রাসূল (সা.) ইলমুল গাইবের অধিকারী।

× রাসূল (সা.) হাযির-নাযির।

× আমর সাহাবীগণ নক্ষত্রতুল্য, তাদের যে কাউকে অনুসরণ করলেই তোমরা সুপথ প্রাপ্ত হবে।

× সাহাবীগণের বা উম্মতের মতভেদ রহমত স্বরূপ।


উপরোক্ত মিথ্যা ও ভিত্তিহীন হাদীস/ কাহিনী সম্পর্কে নিজে সতর্ক হোন এবং অন্যকেও সতর্ক করুন ।


তথ্যসূত্র: হাদীসের নামে জালিয়াতি
লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর


Post a Comment

Previous Post Next Post