কিয়ামতের পূর্ব লক্ষণ বা আলামত সমূহ নিচে উল্লেখ করা হলো:
- "ধোঁয়া যা এক নাগারে চল্লিশদিন পূর্ব হতে পশ্চিম প্রাণ্ত পর্যন্ত বিস্তৃত হবে।
- দাজ্জাল বের হবে।
- চতুষ্পদ জন্তু বের হবে।
- পশ্চিম আকাশ হতে সূর্য উদিত হবে।
- ঈসা ইবনে মারইয়াম আকাশ হতে অবতরণ করবেন।
- ইয়াজুজ-মাজুজ বের হবে।
- পশ্চিমাঞ্চলে ভূমিধস হবে।
- আরব উপদ্বীপে ভূমিধস হবে।
- সবশেষে ইয়ামান হতে এমন এক আগুণ বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমাবেত হওয়ার স্হানে নিয়ে যাবে।" *১
- তখন জমীনে আল্লাহ' আল্লাহ বলার কোন মানুষ থাকবে না। *২
- ক্বিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে পেঁচিয়ে নেওয়া হবে। *৩
- "দ্বীন মেটে যাবে।
- রক্ত প্রবাহিত হবে।
- প্রসাদ উঁচু হবে।
- ভাইয়ে ভাইয়ে মতবিরোধ বেশি হবে।
- কাবা ঘর ধ্বংস হবে।" *৪
- স্তরে স্তরে নকশাপূর্ণ প্রসাদ নির্মাণ হবে। *৫
- মানুষ গাধার মতো রাস্তায়, খোলা মাঠে যেনায় লিপ্ত হবে। *৬
- প্রায় অজ্ঞ ক্ষুদ্রতর ইলমের অধিকারী মানুষের নিকট হতে ইসলামী জ্ঞান অর্জন করবে। *৭
- শুধুমাত্র পরিচিত ব্যক্তিকে সালাম দিবে। *৮
- ধন-সম্পদ পানির মতো প্রবাহিত হবে। *৯
- পুরুষের সংখ্যা কমে যাবে । নারীর সংখ্যা বেশি হবে এমনকি একজন পুরুষ ৫০ জন মহিলার পরিচালক হবে। *১০
- আমানত বিনিষ্ট হবে (কাজের দায়িত্ব অনুপযুক্ত লোককে দেওয়া হবে)। *১১
- দাসী যেদিন আপন মণিবকে জন্ম দিবে। *১২
- খুন-খারাবী বৃদ্ধি পাবে। *১৩
- হত্যাকারী বলতে পারবে না, কেন সে হত্যা করল এবং নিহিত ব্যক্তি জানতে পারবে না কেন সে নিহত হলো। *১৪
দলিলঃ ১) মুসলিম, মিশকাত হা/৫২৩০; ২) মুসলিম, মিশকাত হা/ ৫২৭৫; ৩) বুখারী, মুসলিম, মিশকাত হা/৫২৯২; ৪) সিলসিলা ছহীহা হা/ ২৭৪৪; ৫) সিলসিলা ছহীহা হা/ ২৭৯; ৬) সিলসিলা ছহীহা হা/২৭২৪; ৭) সিলসিলা ছহীহা হা/ ৬৯৫; ৮) সিলসিলা ছহীহা হা/৬৪৮; ৯) মুসলিম, মিশকাত হা/ ৫২০৮; ১০) বুখারী, মুসলিমিশকাত হা/৫২০৩; ১১) বুখারী, মিশকাত হা/৫২০৫; ১২) বুখারী, মুসলিম, মিশকাত হা/২; ১৩) ইবনে মাজাহ হা/৩৯৫৯; ১৪) বুখারী, মুসলিম, বাংলা মিশকাত হা/৫১৫৬।
সবশেষে প্রিয় পাঠকদের উদ্দেশ্যে একটি কথা- কেয়ামতের লক্ষণ বা আলামতসমূহ আমাদের সতর্কতার জন্যই জানিয়ে দেয়া হয়েছে। তাই নিজে সতর্ক হোন এবং অন্যকে সতর্ক করুন। আর এগুলোর কিছু ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে আর কিছু সামনে অপেক্ষা করছে। আল্লাহ্ আমাদের হিফাযত করুন।
Post a Comment