উপকারহীন দশটি বিষয়

হাফিজ ইবনুল কায়্যিম (রহ.) বলেন, এমন দশটি বিষয় রয়েছে যাতে কোন উপকারিতাই নেই-

১. সেই জ্ঞান যা কাজে পরিণত করা হয় না।

২. সেই কাজ যাতে ইখলাস নেই এবং সত্যের উপর প্রতিষ্ঠিত নয়।

৩. সেই সম্পদ যা জমা করে রাখা হয় কিন্তু এর মালিক দুনিয়াতেও ভোগ করতে পারে না, আবার আখিরাতেও কোন পুরস্কার পায় না।

৪. সেই অন্তর যাতে আল্লাহর প্রতি ভালোবাসা নেই, আল্লাহর নৈকট্য লাভের ইচ্ছা নেই।

৫. সেই শরীর যা আল্লাহকে মান্য করে না, আল্লাহর পথে চলে না।

৬. আল্লাহর প্রতি সেই ভালোবাসা যাতে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয় না।

৭. সেই সময় যা আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে পাপের কাফফারা আদায়ে অথবা হালাল, সাওয়াবপূর্ণ কাজ করার সুযোগ তালাশে ব্যয় হয় না।

৮. সেই অন্তর যা এমন কিছু নিয়ে ভাবে যেগুলো কোন উপকারেই আসে না।

৯. তাদের পক্ষ নিয়ে কাজ করা যারা আল্লাহর পথে চলতে সহায়তা করে না, আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে না কিংবা কোন উপকার সাধন করার ক্ষমতা রাখে না।

১০. এমন কাউকে ভয় করা যে কোন উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, জীবন কিংবা মৃত্যু দিতে পারে না এবং যার কপাল (ভাগ্য) আল্লাহর ইখতিয়ারে।

- আল ফাওয়াইদ, ১৬১-১৬২ পৃঃ

Post a Comment

Previous Post Next Post