● বান্দাদের জন্য সবচেয়ে দরকারী জিনিসটি হলো জ্ঞান অর্জন করা অর্থাৎ জ্ঞানী হওয়া, যা তাকে ইহকাল ও পরকালে উপকার করবে, যা তাকে উত্তম জিনিস পছন্দ করতে এবং ক্ষতিকর জিনিস বর্জন করতে সাহায্য করবে । আর এই দুইটি বিষয় তাকে সরল পথে পরিচালিত করবে ।
● যদি এই জ্ঞান তাকে উপেক্ষা করে তবে সে ধ্বংসপ্রাপ্তদের দলে পতিত হবে । যাদের প্রতি রয়েছে আল্লাহর ক্রোধ ।
● আর এই জ্ঞানর্জনের মাধ্যমে সে বুঝতে পারবে এই মহান মিনতির ব্যাপ্তি ও সুযোগ, ইহার তীব্র প্রয়োজনীয়তা এবং ইহার উপর ইহকালীন ও পরকালীন সুখের নির্ভরশীলতা ।
মূল: হাফিয ইবনুল কায়্যিম (রহ:)
অনুবাদক: আরিফুল ইসলাম দিপু
● যদি এই জ্ঞান তাকে উপেক্ষা করে তবে সে ধ্বংসপ্রাপ্তদের দলে পতিত হবে । যাদের প্রতি রয়েছে আল্লাহর ক্রোধ ।
● আর এই জ্ঞানর্জনের মাধ্যমে সে বুঝতে পারবে এই মহান মিনতির ব্যাপ্তি ও সুযোগ, ইহার তীব্র প্রয়োজনীয়তা এবং ইহার উপর ইহকালীন ও পরকালীন সুখের নির্ভরশীলতা ।
মূল: হাফিয ইবনুল কায়্যিম (রহ:)
অনুবাদক: আরিফুল ইসলাম দিপু
Post a Comment