৮১. অবৈধ ওসীলা কেমন ?
উত্তর: নবীদের ওসীলা, ফেরেশতাদের ওসীলা, ওলীদের ওসীলা, মৃত ব্যক্তিদের ওসীলা । (ওসীলা হয়- আল্লাহর গুণাবলীর, নেক আমলের, সৎ ব্যক্তিদের দোয়ার)
৮২. প্রশ্নঃ জিনদের নিকট থেকে সাহায্য নেয়া জায়েয আছে কি?
উত্তরঃ না, তাদের থেকে কোন সাহায্য নেয়া জায়েয নেই।
৮৩. প্রশ্নঃ জিন তাবে করার হুকুম কি?
উত্তরঃ জিন তাবে করা জায়েয নেই।
৮৪. প্রশ্নঃ সর্বপ্রথম আল্লাহ্ তা’আলা নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)এর নূর সৃষ্টি করেন, একথাটি কি ঠিক?
উত্তরঃ না, কেননা এ সম্পর্কে সহীহ্ কোন হাদীছ নেই। জাল (বানোয়াট) হাদীছের ভিত্তিতে অনেকে একথাটি বলে থাকে।
৮৫. প্রশ্নঃ নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) কি নূর থেকে সৃষ্টি?
উত্তরঃ না, আদম সন-ান যে উপাদানে সৃষ্টি, তিনিও সেই উপাদানে সৃষ্টি। (সূরা কাহাফঃ ১১০)
৮৬. প্রশ্নঃ নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) কি গায়েব জানতেন?
উত্তরঃ না, তিনি কোন গায়েব জানতেন না। (সূরা আনআমঃ ৫০)
৮৭. প্রশ্নঃ নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) কি জীবিত?
উত্তরঃ না, তিনি মৃত্যু বরণ করেছেন। (সূরা যুমারঃ৩০)
৮৮ প্রশ্নঃ নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) কি হাযের-নাযের (অর্থাৎ সবখানে তিনি উপসি’ত হতে পারেন, এরূপ বিশ্বাস করা কি)?
উত্তরঃ না, তিনি হাযের-নাযের নন। এরূপ বিশ্বাস করা কুফরী।
৮৯. প্রশ্নঃ নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) কি কারো উপকার-অপকারের ক্ষমতা রাখেন?
উত্তরঃ না। (সূরা জিনঃ ২১)
৯০. প্রশ্নঃ নবী (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম) এর জন্ম দিবস উপলক্ষে ঈদে মীলাদুন্নবী উদযাপন করার হুকুম কি?
উত্তরঃ নাজায়েয, বিদআত।
৯১. প্রশ্নঃ কোন মুসলমানকে কাফের বলার পরিণতি কি?
উত্তরঃ ঐ ব্যক্তি কাফের না হলে, কথাটি যে বলেছে তার উপর পতিত হবে।
৯২. প্রশ্নঃ ফাসেক ব্যক্তির ইমামতিতে নামায পড়া জায়েয কি?
উত্তরঃ ফাসেককে ইমাম নিযুক্ত করা জায়েয নয়; তবে সে ইমাম হয়ে গেলে তার পিছনে নামায পড়া জায়েয।
৯৩. প্রশ্নঃ মুসলামনদের সাথে চুক্তিবদ্ধ কোন কাফেরকে হত্যা করার হুকুম কি?
উত্তরঃ হারাম। এরকম কাফেরকে যে ব্যক্তি হত্যা করবে, সে জান্নাতের সুঘ্রাণ পাবে না।
৯৪. প্রশ্নঃ হিন্দু, ইহুদী, খৃষ্টান প্রভৃতি কাফেরকে কেউ যদি কাফের না বলে, তাতে কোন ক্ষতি আছে কি?
উত্তরঃ তাদেরকে যে ব্যক্তি কাফের বিশ্বাস করবে না বা তাদেরকে কাফের বলতে দ্বিধা করবে, সে কাফের হয়ে যাবে।
৯৫. প্রশ্নঃ আহলে সুন্নাত ওয়াল জামাত কারা?
উত্তরঃ যারা আকীদা ও আমলের ক্ষেত্রে কুরআন ও সুন্নাতকে আঁকড়ে ধরে থাকে এবং তার উপর ঐক্যবদ্ধ থাকে। আর সাহাবায়ে কেরাম তথা সালাফে সালেহীনের রীতি-নীতিকে অনুসরণ করে।
কৃতজ্ঞতায়: ইসলামের জানালা
- হোম
- জীবনী
- _রাসূল (সা) এর জীবন থেকে
- _সাহাবীদের (রা) জীবন থেকে
- কুরআন ও হাদীস
- _বিষয়ভিত্তিক কুরআন
- _বিষয়ভিত্তিক হাদীস
- _নির্বাচিত ১০০ হাদীস
- _কিছু গুরুত্বপূর্ণ আয়াত
- গুরুত্বপূর্ণ আমল
- _দোয়া ও যিকির
- _কুরআন থেকে ৪০ টি দুআ
- _দৈনন্দিন জীবনে সুন্নাত
- ইসলামিক উক্তি
- _সেরা ১০০ টি ইসলামিক উক্তি
- _ড. বিলাল ফিলিপ্স এর উক্তি
- _মুসলিম মনীষীদের উক্তি
- বোনদের জন্য
- _পর্দা
- _মহিলাদের মজলিস
- _বিভিন্ন মাসায়েল
- ইসলামিক বই
- _ইসলামিক বই পরিচিতি
- _ইসলামিক বই ডাউনলোড
- _প্রিয় বইগুলো
- ইসলামিক প্রশ্নোত্তর
- _গুরুত্বপূর্ণ মাসায়েল
- _প্রশ্নোত্তরে ইসলাম
- বিবিধ বিষয়
- _ইমাম নববীর ৪০ হাদীস
- _ইসলামে সম্পত্তি বন্টণ
- _বাচ্চাদের ইসলামিক নাম
- _ইসলামিক পিকচার
0 মন্তব্যসমূহ