এসো ছোট ছোট প্রশ্নোত্তরে ইসলাম শিখি (পর্ব- ৬)

৯৬. আল্লাহ্ সুবহানওয়া তা'আলা কোন পাপ ক্ষমা করেন না ?
উ: শিরক ।

৯৭. আল্লাহ্ সুবহানওয়া তা'আলা কোথায় সমাসীন হয়েছেন ?
উ: আরশে ।

৯৮. কোন সূরা ব্যতীত সালাত হয় না ?
উ: সূরা ফাতিহা ।

৯৯. জান্নাতে কাদের সংখ্যা বেশি হবে ?
উ: দরিদ্রদের ।

১০০. জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে ?
উ: নারীদের ।

১০১. কোন সাহাবীকে (রা:) আল্লাহর তরবারী উপাধি দেওয়া হয়েছিলো ?
উ: খালিদ বিন ওয়ালিদ (রা:) ।

১০২. একজন মুসলিম ও একজন কাফিরের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি ?
উ: সালাত ।

১০৩. পৃথিবীর শ্রেষ্ঠ চারজন নারী কে কে ?
উ: আসিয়া (আ:), মারিয়াম (আ:), খাদিজা (রা:), ফাতিমা (রা:) ।

১০৪. কোন নবীকে আল্লাহ্ তা'আলা পাখির ভাষা বুঝার ক্ষমতা দিয়েছিলেন ?
উ: সুলাইমান (আ:) ।

১০৫. প্রথম রাসূল কে ছিলেন ?
উ: নূহ (আ:) ।

১০৬. সর্বপ্রথম অহংকার করে কে ?
উ: ইবলিশ ।

১০৭. বিবাহিত ব্যভিচারীর শাস্তি কি ?
উ: রজম (কোমর/ গলা পর্যন্ত পুতে ঢিল মেরে হত্যা) ।

১০৮. কোন সূরা কে সূরাতুশ 'শিফা' বলে হয়?
উ: সূরা ফাতিহা ।

১০৯. জীবিত অবস্থাতেই কতজন সাহাবী (রা:) জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন ?
উ: ১০ জন ।

১১০. মুনাফিদের জন্য কোন কোন সালাত আদায় করা কষ্টকর ?
উ: ইশা ও ফযর ।


সৌজন্যে: আস-সীরাত মিশন ।

Post a Comment

Previous Post Next Post