হে আল্লাহ্!

যখন বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ুতে সমুদ্র উত্তাল-তরঙ্গায়িত থাকে, তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে, "হে আল্লাহ্!"

যখন মরুভূমিতে উট চালক ও কাফেলা পথ হারিয়ে ফেলে তখন তারা আর্তচিৎকার করে বলে, "হে আল্লাহ্!"

যখন বিপর্যয় ও দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্তরা বলে উঠে, "হে আল্লাহ্!"


দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজা বন্ধ করে দেয়া হয় এবং অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর নির্মাণ করা হয় তখন তারা চিৎকার দিয়ে বলে, "হে আল্লাহ্!"

যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয়, সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পড়ে, "হে আল্লাহ্!"

বিশাল, বিস্তীর্ণ ও প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয়, নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে তখন আপনি বলুন, "হে আল্লাহ্!"

আর এই ডাক কেবল আল্লাহর জন্যই শোভা পায় এবং এই ডাকের সারা দেওয়ার ক্ষমতা তিনিই একমাত্র রাখেন ।

"আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর কাছে সাহায্য প্রার্থনা করে ।...." -(সূরা আর রহমান, আয়াত: ২৯)

" আর তোমাদের নিকট যত নি'য়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে ।" -(সূরা নাহল, আয়াত: ৫৩)

হে আল্লাহ্! ঈমানের শীতলতা দ্বারা আমাদের হৃদয়ের জ্বালা নিবারণ করুন । আমীন ।

2 Comments

  1. অাব্দুল হালিম2/18/2017 10:20:00 AM

    গাজ্জালি (র) এর ফালসাফা ও তালকিন বইটা কি পাওয়া যাবে,বাংলাই

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post