- বলা হল দুরুদ পাঠ করার জন্য, আর আমরা শুরু করলাম মিলাদ পাঠ!
- বলা হল টাকা দিয়ে যাকাত আদায় করতে, আর আমরা শুরু করলাম লুঙ্গি-শাড়ি বন্টন!
- বলা হল খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে, আর আমরা শুরু করলাম টাকা দেয়া!
- বলা হল আউয়াল ওয়াক্তে সালাত শুরু করতে, আর আমরা শুরু করলাম দেরীতে পড়া!
- বলা মসজিদে ঢুকে দু'রাকাত সালাত আদায় করতে, আমরা শুর করলাম পরচর্চা!
- বলা হল সালাতের ভিতরে দোআ করতে, আর আমরা শুরু করলাম সালাতের ভিতর নানা ভাবনা!
- বলা হল সালাত শেষে তাসবীহ পাঠ করার জন্য, আর আমরা শুরু করলাম সম্মিলিত মোনাজাত!
- বলা হল দ্রুত ইফতার করার জন্য, আর আমরা শুরু করলাম দেরীতে করা!
- বলা হল শবে কদর তালাশ করার জন্য, আর আমরা তালাশ শুরু করলাম শবে বরাতের!
- বলা হল কুরআন পাঠ করতে, আর আমরা শুরু করলাম কুরআন খতম!
- বলা হল কুরআন ধীরে পাঠ করার জন্য, আর আমরা শুরু করলাম দৌড় প্রতিযোগীতা!
- বলা হল পিতামাতার জন্য নিজে দোআ করতে, আর আমরা শুরু করলাম হুজুর ভাড়া করা!
- বলা হল মাইয়েতের জন্য সাদকায়ে জারীয়া করার জন্য, আর আমরা শুরু করলাম কুলখানী!
- বলা হল কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধরতে, আর আমরা আঁকড়ে ধরলাম বাপ-দাদাদের!
- বলা হল দ্বীনকে খন্ড খন্ড না করতে, আর আমরা করলাম নানান তরীকাত!
- বলা হল ওয়ালীমায় মানুষকে খাওয়াতে, আর আমরা শুরু করলাম বিয়েতে খাওয়ানো!
- বলা হল মোহরানা দিতে, আমরা শুরু করলাম যৌতুক নিতে!
- বলা হল মসজিদ নির্মান করতে, আর আমরা শুরু করলাম খানকা/মাজার নির্মান!
- বলা হল দ্রুত বিয়ে দিতে, আমর শুরু করলাম বিয়ে পিছিয়ে দেয়া!
- বলা হলো বেশি সন্তান নিতে, আমরা শুরু করলাম জন্ম নিয়ন্ত্রণ!
কবে শেষ হবে এরুপ অনিয়ম আর ধর্মের নামে অধর্ম লালন??
আল্লাহতায়ালা আমাদের হেদায়েত দান করুন আমিন।
ReplyDeletePost a Comment