স্বামী-স্ত্রীর ভালোবাসা পবিত্র। এই ভালোবাসাটা কিভাবে দিন দিন বাড়বে তা একটু দেখে নিন-
✔প্রিয়তমা স্ত্রীর সাথে হাসিমুখে কথা বলা।
✔প্রিয়তমার মুখে খাবারের লুকমা তুলে দেওয়া , তার প্রয়োজনীয় জিনিস-পত্রের দিকে লক্ষ্য রাখা।
✔স্ত্রীর উরুতে শুয়ে তার প্রতি হৃদয় নিংড়ানো ভালবাসা বুঝানো।
✔স্ত্রীর সাথে একই বালতী বা গোসলের পাত্র থেকে গোসল করা।
✔স্ত্রীর সাথে বিনোদন ও মজাক করা।
✔স্ত্রীকে ঘরের কাজ-কর্মে সহযোগিতা করা।
✔স্ত্রীকে খুশি করার উদ্দেশ্যে মুখ ও দাঁত পরিষ্কার রাখা।
✔প্রিয়তমার মনোরঞ্জনে সুগন্ধি ব্যবহার ও উত্তম পোষাক পরিধান করা।
✔প্রিয়তমাকে সংক্ষিপ্ত নামে ডাকা ও এমনসব শব্দ দ্বারা তাকে সম্বোধন করা যা সে পছন্দ করে।
✔প্রিয়তমার প্রতি সহমর্মিতা দেখানো এবং কখনো কাঁদলে অশ্রু মুছে দেওয়া।
✔স্ত্রীর জবানদরাজী বা বাকবিতণ্ডা বরদাশত করা।
✔স্ত্রীর রান্না করা খাদ্যে ত্রুটি না খোজা।
✔স্ত্রীকে মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া,অবশ্যই ফিতনামুক্ত জায়গায়।
✔প্রিয়তমা যে খেদমত আন্জাম দেয় এর কৃতজ্ঞতা প্রকাশ করা।
✔স্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বান্ধবীদের প্রতি সম্মান দেখানো।
✔স্ত্রীকে সবসময়ের জন্যে জীবনসঙ্গী হিসাবে রাখার ব্যাপারে নিশ্চয়তা দেওয়া।
✔দুঃসময় ও বিপদআপদে প্রিয়তমার পাশে থাকা ও অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা।
✔ইবাদত-বন্দেগী এবং আল্লাহ ও তাঁর রাসূলের হুকুম আদায়ের ক্ষেত্রে স্ত্রীকে সহযোগিতা করা।
✔প্রিয়তমাকে নির্ভয় দেওয়া, আস্থাশীল রাখা ও ভয় না দেখানো।
✔ঘরের বাইরে যাওয়ার সময় প্রিয়তমাকে চুমু খেয়ে নির্ভেজাল ও স্বচ্ছ ভালবাসা প্রদর্শন করা।
✔নিজেকে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
✔স্ত্রীর সাথে সত্য কথা বলা,মিথ্যা থেকে দুরে থাকা।
আল্লাহ তায়ালা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাতের ওপর আমল করার তৌফক দান করুন, আমিন।
রিলেটেড সার্চেসঃ আদর্শ স্বামীর গুণাবলী, উত্তম স্বামী, উত্তম স্বামী হওয়ার উপায়।
জাযাকাল্লাহ খাইরান ফা-ইন্নাল্লাহা শাকিরুণ
ReplyDeletePost a Comment