ফাইভ মিনিটস জব


বেশী না আধা মিনিট থেকে বড় জোর পাঁচ মিনিট, এই অল্প বিনিয়োগে বেহিসেব লাভ (অর্থাৎ অল্প সময়ে অধিক সাওয়াব)।

১.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহী

আমি আল্লাহর সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করছি
তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।

২.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
“দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্‌র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে,
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحانَ اللَّهِ الْعَظِيمِ

সুব্‌হানাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্‌হানাল্লা-হিল ‘আযীম
আল্লাহ্‌র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি”।

৩.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি, তার যে কোনটি দিয়েই শুরু করাতে তোমার কোনো ক্ষতি নেই। আর তা হলো,

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

সুবহানাল্লা-হি ওয়ালহাম্‌দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার
আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়।”

৪.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
“তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার সওয়াব অর্জন করতে অপারগ?”
তাঁর সাথীদের মধ্যে একজন প্রশ্ন করে বলল, আমাদের কেউ কী করে এক হাজার সওয়াব অর্জন করতে পারে?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যে ব্যক্তি ১০০ বার বলবে,
سُبْحَانَ اللَّهِ
সুবহা-নাল্লা-হ

আল্লাহ পবিত্র-মহান।
তার জন্য এক হাজার সওয়াব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে।”

৫.
যে ব্যক্তি বলবে,
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ

সুব্‌হানাল্লা-হিল ‘আযীম ওয়াবিহামদিহী

মহান আল্লাহর প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি

তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে।”

৬.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
“ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?”
আমি বললাম, “নিশ্চয়ই হে আল্লাহর রাসূল।”
তিনি বললেন, “তুমি বল,
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

লা হাউলা ওয়ালা কূওয়াতা ইল্লা বিল্লা-হ
আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

৭.
সর্বশ্রেষ্ঠ দো‘আ হল,

الْحَمْدُ لِلَّهِ 
আলহামদু লিল্লাহ

সকল প্রশংসা আল্লাহরই

আর সর্বোত্তম যিক্‌র হল,

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ 
লা ইলাহা ইল্লাল্লাহ

আল্লাহ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই।
...

অতএব তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব । [সুরা বাকারা : ১৫২]
...

[১]বুখারী ৬৪০৫; মুসলিম ২৬৯১
[২] বুখারী ৬৪০৪; মুসলিম ২৬৯৪
[৩]মুসলিম ২১৩৭; ২৬৯৫
[৪]মুসলিম ২৬৯৮
[৫]তিরমিযী ৩৪৬৪
[৬] বুখারী ৪২০৬; মুসলিম ২৭০৪
[৭] তিরমিযী ৩৩৮৩;ইবন মাজাহ ৩৮০০

Collected from: Naseeha facebook group 

1 Comments

Post a Comment

Previous Post Next Post