আমলনামা হাতে পাওয়ার পরে আমি তাতে চোখ বুলালাম। কোথাও কোনো ভালো আমল দেখতে পাচ্ছি না। সবখানে কেবল আমার পাপ আর পাপ। অশ্লীল ভিডিও আর অশ্লীল জিনিস দেখতে দেখতে যত রাত পার করেছি, তার সব হিসেবই দেখছি এখানে সবিস্তারে লেখা আছে। ক্যাম্পাসের যে-কয়টা মেয়ের দিকে কু-নজরে তাকাতাম, তার হিসেবও দেখছি উঠে এসেছে এখানে। ইয়া আল্লাহ! অপবাদ দিয়ে প্রতিবেশী যে মেয়েটার বিয়ে আটকে দিয়েছিলাম, সে হিসেবটাও দেখছি বাদ পড়েনি! আমি তখন আফসোসের সুরে বলব-
" হায়! আজ আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো! " [সূরা হাককাহ, আয়াত-২৫]
দুনিয়ায় যাদের ফাঁদে পড়ে আখিরাত সম্পর্কে বিস্মৃত হয়েছিলাম, তাদের নামগুলোও সেদিন আমার সামনে উপস্থাপন করা হবে। যে বন্ধুটার প্রলোভনে পড়ে ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে ঢু মেরেছিলাম, যার প্রলোভনে অমুক-তমুককে উত্যক্ত করেছিলাম, যাদের সাথে সিনেমা, কনসার্ট দেখতে গিয়েছিলাম, তাদের সকলের নাম সেদিন আমাকে দেখানো হবে। আমি অবাক হব আর বলব-
" হায়! আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম! " [সূরা ফুরকান, আয়াত-২৮]
- "বেলা ফুরাবার আগে" বইয়ের একাংশ।
বইয়ের এই লাইনগুলো সত্যি আমাদের মত যুবকের জন্য একটা বিশাল বড় রিমাইন্ডার! আল্লাহ আমাদের এইসকল পাপ থেকে মুক্ত করুন! আমীন ...
Post a Comment