'প্যারাডক্সিকাল সাজিদ' বই রিভিউ


বই: প্যারাডক্সিক্যাল সাজিদ
লেখক : আরিফ আজাদ
প্রকাশনী: সমকালীন প্রকাশন   

আমার বই পড়ার এরকম আগ্রহ ছিলনা একদিন আমার এক আন্টি দেখতেছি প্যারাডক্সিক্যাল সাজিদ আর আরজে আলী সমীপে এই বই দুইটা কোথায় থেকে নিয়ে এনে আমাকে বলতেছে বইগুলোর ব্যাপারে শোনার পর বইগুলো পড়ার প্রতি আমার আগ্রহ বেড়ে যায়।

প্রথমেই বলতে চাই নিয়মিত পাঠক নই আমি কিন্তু বইগুলো পড়ার পর থেকে আমি যখন সময় পাই তখনই বই নিয়ে পরে থাকি।

বইগুলো এত বাস্তবসম্মত হয়েছে যা ভাষায় প্রকাশ করতে পারছি না।

ক্ষমতা থাকলে বইটি দেশের সকল শ্রেনীর ভার্সিটি পড়ুয়া,মাদ্রাসা পড়ুয়া,শিক্ষার্থীদের হাতে তুলে দিতাম।
যাদের অন্তরে ইসলামের কোন ল' বা ইসলামের কোন ম্যাটার নিয়ে হিনমন্যতা আছে তারা যেন এই বইটি পড়ে।যারা কথায় কথায় বলে আমরা অন্ধবিশ্বাসী নই আমরা বিজ্ঞান যা বলে সেটাই ফলো করি,আমরা লজিক দিয়ে সব বুঝতে চাই,,,তারাও যেন বইটি অধ্যায়ন করে।

পরিশেষে বলব আরিফ আজাদ ভাই আপনার ক্ষুরধার লেখনী আরো শাণিত হোক।মহান আল্লাহ্ আপনার কলম কে আরো শক্তিশালী করুন।

সারাদিন মোবাইল নিয়ে পরে থাকা ছেলেটাকে বই পড়ার প্রতি আগ্রহ বেড়ে দেয়ার জন্য ধন্যবাদ।

Paradoxical Sajid 1
 

1 تعليقات

إرسال تعليق

أحدث أقدم