প্রাত্যহিক জীবনের কিছু প্রশ্নের সহজ সমাধান


(১) টয়লেটে আল্লাহর যিকির করা কিংবা কুরআন তেলাওয়াত করা নিষিদ্ধ। ওযুর পরের দুয়া টয়লেট থেকে বের হয়ে পড়তে হবে।

(২) রিয়া না থাকলে প্রকাশ্যে দান করা জায়েজ, তবে লোক চক্ষুর অগোচরে বা গোপনে দান করা মুস্তাহাব ও সওয়াব বেশি। মুস্তাহাব শব্দের অর্থ উত্তম বা আল্লাহর কাছে পছন্দনীয়।

(৩) গির্জাতে যেই ঘন্টা থাকে সেই ধরণের ঘন্টা ঘরে রাখলে অথবা বাজনাওয়ালা চাইম বাজলে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। অনেক দেওয়াল ঘড়ির ঘন্টা ধ্বনি গির্জার ধ্বনির অনুরূপ, এইগুলো ঘরে রাখা ঠিক না।

(৪) ফেইসবুকে পর নারী বা পর পুরুষের সাথে বন্ধুত্ব রাখা জায়েজ নয়। গায়ের মাহরামদেরকে ফ্রেন্ড লিস্টে রাখা ঠিক নয়।

(৫) পুরুষদের জন্য যেমন পর নারীর দিকে দৃষ্টিপাত হারাম, ঠিক তেমনি নারীদের জন্য পর পুরুষদের দিকে অপ্রয়োজনীয় দৃষ্টিপাত হারাম। মানুষের চোখ যিনা করে। আধুনিক যুগের মুসলমানেরা টিভি, ফেইসবুক, ইন্টারনেট ইত্যাদি মিডিয়াতে যথেচ্ছা ছবি ব্যবহারে এতো বেশি অভ্যস্ত যে, পর নারী বা পর পুরুষ থেকে দৃষ্টি অবনত রাখতে হয়, একথা তারা ভুলে গেছে। আল্লাহু মুস্তায়া'ন।

(৬) স্বামী-স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখ লাগানো অপছন্দনীয় কাজ। যদিও এ ব্যাপারে স্পষ্ট কোন হাদীস নেই অধিকাংশ আলিম এমনটাই মনে করেন।

(৭) মা ও স্ত্রীর মধ্যে তুলনা করতে গেলে, স্ত্রী কখনো মা এর সমান হবে না। তবে স্ত্রীর প্রতি ইনসাফ করা একজন উত্তম স্বামীর বৈশিষ্ট্য।

1 Comments

Post a Comment

Previous Post Next Post