সুন্নাতের উপর সর্বদা আমল করলে যে উপকার হয়


  • ঈমানদার ব্যক্তিকে আল্লাহর মহব্বত লাভের স্তরে পৌঁছে দিবে, যেই স্তরে পৌছলে ঈমানদার ব্যক্তি আল্লাহর মহব্বত লাভ করতে সক্ষম হবে।
  • ফরয আমলের ঘাটতি সুন্নাত দ্বারা পূরণ হয়।
  • সুন্নাতের উপর আমল করলে বিদআত হতে রক্ষা পাওয়া যায়।
  • সুন্নাতের উপর আমল মানেই আল্লাহ তাআলার নিদর্শনকে সম্মান করা।

1 Comments

Post a Comment