মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া

আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, “সুন্নাত হচ্ছে, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে বের হবে” (বাইহাকী, ২/৪৪২)


মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার দোয়াঃ 

রাসুল (সা.) বলেছেন, যখন তোমাদের কেহ মসজিদে প্রবেশ করবে, তখন (প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করে) বলবেঃ

‘আল্লাহুম্মাফতাহলী আবওয়াবা রাহমাতিকা’ 
(অর্থ- হে আল্লাহ! আমার জন্য রহমতের দরজা খুলে দিন।’)

আর যখন মসজিদ থেকে বের হবে তখন (বাম পা আগে দিয়ে) বলবেঃ

‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা”
(অর্থঃ হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ চাই।)



Post a Comment