খাবারের আগে ও পরের দোয়া

খাবারের শুরুতে দোয়া:

بسم الله 
উচ্চারণ: বিসমিল্লাহ্।
অর্থ: মহান আল্লাহর নামে শুরু করছি।


খাবারের শেষে দোয়া:

الحمد لله
উচ্চারণ: আলহামদুলিল্লাহ্।
অর্থ: সকল প্রশংসা আল্লাহর। 

বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খাওয়ার মধ্যখানে পড়ার দোয়া:

بسم الله اوله واخره
উচ্চারণ: বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখেরাহ
অর্থ: আমি আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ তায়ালার নাম, পরিশষেও আল্লাহ তায়ালার নাম। (আবু দাউদ, আহমদ, দারেমী)


1 Comments

  1. এটা আখরি হবে না আখিরা হবে?

    ReplyDelete

Post a Comment