ইস্তেঞ্জাখানায় প্রবেশ ও বাহির হওয়ার সুন্নাত সমূহ

১/ ইস্তেঞ্জাখানায় প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা।
২/ ইস্তেঞ্জাখানায় প্রবেশের পূর্বে দোআ পাঠ করা-
‘হে আল্লাহ আমি আপনার নিকট পুরুষ ও স্ত্রী শয়তানের অনিষ্ট হতে আশ্রয় চাই।’ -[বুখারী: ৬৩২২, মুসলিম: ৩৭৫]
৩/ ইস্তেঞ্জাখানা থেকে বের হওয়ার পর দোআ পাঠ করা-
‘হে আল্লাহ, আপনার নিকট ক্ষমা চাই। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি আমার থেকে কষ্ট দুর করেছেন এবং আমাকে ক্ষামা করেছেন। ’ -[আবূ দাউদ: ৩০]

1 Comments

  1. ইস্তিঞ্জাখানার আরো সুন্নাত আছে সেগুলো কোথায়

    ReplyDelete

Post a Comment