ঘুম হতে জাগ্রত হওয়ার পরের সুন্নাত সমূহ

হাত দ্বারা মুখম-ল মুছে ঘুমের ভাব দূর করা। হাদীস শরীফে আছে:
‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে হাত দ্বারা মুখম-ল মুছে ঘুমের ভাব দূর করতেন।’ -[মুসলিম]

দোআ পাঠ করা:
"সমস্ত প্রসংশা আল্লাহর জন্য, যিনি আমাদিগকে মৃত্যুর পর জীবিত করেছেন। আর তাঁর নিকটই আমাদের সকলের পূণরুত্থান হবে।" - [বুখারী: ৬৩১২]

মেসওয়াক করা:
অর্থাৎ: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নিদ্রা হতে যখনই জেগে উঠতেন তখনই মেসওয়াক করতেন। -[বুখারী: ২৪৫, মুসলিম: ২৫৫]

1 Comments

  1. ঘুম থেকে উঠে হাত ধোয়া এবং নাকে পানি দিয়ে নাক ঝেড়ে নিতে হয় এমন হাদিসে আছে বলে আমি শুনেছি।। এটা কি সহীহ হাদিস।।

    ReplyDelete

Post a Comment