পানাহার বিষয়ক

● উমার ইবনে আবু সালামাহ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, (একদা খাবার সময়) রসূলুল্লাহ্ (সা:) আমাকে বললেন, "(শুরুতে) 'বিসমিল্লাহ' বল, ডান হাত দ্বারা আহার কর এবং তোমার নিকট (সামনে) থেকে খাও । -(সহীহুল বুখারী: ৫৩৭৬; মুসলিম: ২০২২)

● আয়িশা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ্ (সা.) বলেছেন, "তোমাদের কেউ যখন আহার করবে, সে যেন শুরুতে আল্লাহ্ তা'আলার নাম নেয় । যদি শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে যায়, তাহলে সে যেন বলে 'বিসমিল্লাহী আওয়ালুহু অ আখিরাহ' । -(আবু দাউদ: ৩৭৬৭; তিরমিযী: ১৮৫৮)

● জাবের (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ্ (সা:) কে বলতে শুনেছি যে, "কোন ব্যক্তি যখন নিজ বাড়ি প্রবেশের সময় ও আহারের সময় আল্লাহ্ তা'আলাকে স্মরণ করে; (অর্থাৎ বিসমিল্লাহ বলে) তখন শয়তান তার অনুচরদেরকে বলে, 'আজ না তোমরা এ ঘরে রাত্রি যাপন করতে পারবে, আর না খাবার পাবে । অন্যথা যখন সে প্রবেশকালে আল্লাহ্ তা'আলাকে স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহ বলে না), তখন শয়তান বলে, 'তোমরা রাত্রি যাপন করার স্থান পেলে । আর যখন আহার কালেও আল্লাহ্ তা'আলাকে স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহ বলে না), তখন সে তার চেলাদেরকে বলে, 'তোমরা রাত্রিযাপন স্থল ও নৈশভোজ উভয়ই পেয়ে গেলে ।" -(মুসলিম: ২০১৮; রিয়াযুস স্বা-লিহীন: ৭৩৪)

● আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) কখনো কোন খাবারের দোষ বর্ণনা করেননি । ভালো লাগলে তিনি তা খেয়েছেন এবং খারাপ লাগলে তিনি তা ত্যাগ করেছেন । -(বুখারী: ৪৫০৯; মুসলিম: ২০৬৪)

● আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা.) বলেছেন, "যখন তোমাদের কাউকে খাবারের দাওয়াত দেওয়া হয়, তখন সে যেন তা (কোন আপত্তিকর ব্যাপার না থাকলে সাদরে) গ্রহণ করে । আর সে যদি রোযা অবস্থায় থাকে, তাহলে যেন (দাওয়াতকারীর জন্য) দু'আ করে ।  আর যদি রোযা অবস্থায় না থাকে, তাহলে যেন আহার করে  ।" -(মুসলিম: ১৪৩১; তিরমিযী: ৭৮০)

● আবু মাসঊদ বদরী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, একটি লোক নবী (সা.) কে খাবারের জন্য দাওয়াত দিল, যা সে পাঁচ জনের জন্য প্রস্তুত করেছিল, যার পঞ্চম ব্যক্তি ছিলেন তিনি (সা.) । (রাস্তায়) এক (অনাহুত) ব্যক্তি তাঁদের অনুগামী হল । যখন তাঁরা বাড়ির দরজায় পৌঁছলেন, তখন নবী (সা.) (আমন্ত্রণকারীকে) বললেন, "এ ব্যক্তি আমাদের সাথে চলে এসেছে ।  তুমি চাইলে ওকে অনুমতি দিতে পার, না চাইলে ও ফিরে যাবে ।" কিন্তু সে বলল, 'হে আল্লাহর রসূল! বরং আমি তাকে অনুমতি দিলাম ।' -(সহীহুল বুখারী: ২০৮১; মুসলিম: ২০৩৬)

Post a Comment