ইসলামিক কুইজ প্রশ্নোত্তর:
১। প্রশ্ন: ফেরেশ্তাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন?
উত্তরঃ হানযালা (রাঃ)।
২। প্রশ্ন: কোন সাহাবীকে বলা হত সাইফুল্লাহ বা আল্লাহর তরবারী?
উত্তরঃ খালিদ বিন ওয়ালিদ (রাঃ)।
৩। প্রশ্ন: খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে সাইফুল্লাহ উপাধী লাভ করেছিলেন?
উত্তরঃ মূতার যুদ্ধে।
৪। প্রশ্ন: খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে নয়টি তরবারী ভেঙ্গেছিলেন?
উত্তরঃ মূতার যুদ্ধে।
৫। প্রশ্ন: কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল?
উত্তরঃ সাদ বিন মুআয (রাঃ)
৬। প্রশ্ন: কোন সাহাবীকে জান্নাতের আটটি দরজা থেকেই আহবান করা হবে?
উত্তরঃ আবু বকর (রাঃ)।
৭। প্রশ্ন: নবী (সাঃ) মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়ায শুনতে পান?
উত্তরঃ বেলাল বিন রাবাহ (রাঃ)।
৮। প্রশ্ন: কোন সাহাবী ইসলামের প্রথম মুআয্যিন ছিলেন?
উত্তরঃ বেলাল বিন রাবাহ (রাঃ)।
৯। প্রশ্ন: নবী (সাঃ) এর কতজন মুআয্যিন ছিলেন?
উত্তরঃ তিনজন। বেলাল বিন রাবাহ, আবদুল্লাহ বিন উম্মে মাকতূম ও আবু মাহযূরা (রাঃ)।
১০। প্রশ্ন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন সাহাবীর নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন?
উত্তরঃ আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ)
১১। প্রশ্ন: কোন সাহাবী সূরা বাকারা তেলাওয়াত করার সময় আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছিল?
উত্তরঃ উসাইদ বিন হুযাইর (রাঃ)।
১২। প্রশ্ন: কোন সাহাবীকে তরজুমানুল কুরআন (কুরআনের অনুবাদক) ও সাইয়্যেদুল মুফাস্সিরীন (শ্রেষ্ঠ তাফসীরকারক) বলা হত?
উত্তরঃ আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ)।
১৩। প্রশ্ন: কোন সাহাবীর জন্য নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দুআ করেছিলেন, “হে আল্লাহ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান কর এবং কুরআনের তাফসীর শিক্ষা দান কর”?
উত্তরঃ আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ)।
১৪। অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে?
উ: গানকে।
১৫। পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী (রা) ইসলাম গ্রহণ করেছেন?
উ: আবু বকর (রা:)।
১৬। সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?
উ: মুহাম্মদ (সা)।
১৭। ফরয সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি?
উ: রাতের (তাহাজ্জুদ) সালাত।
১৮। জান্নাত ও জাহান্নামের সংখ্যা কতো?
উ: ৮ ও ৭ টি।
১৯। গোলাম আহমাদ কাদিয়ানী কে ছিলেন?
উ: একজন মিথ্যা নবী দাবীদার।
২০। কিয়ামতের পূর্বে ক’জন মিথ্যা নবী দাবী করবে?
উ: ৩০ জন।
ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করব কিভাবে
ReplyDelete15 no. Question a Ali hobe
ReplyDeleteনা
ReplyDeletePost a Comment