ছিয়াম ভঙ্গের অনেক কারণ রয়েছে । তন্মধ্যে গ্রহণযোগ্য কারণ সমূহ হলঃ
১. অসুস্থতা।
২. সফর।
পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে- "আর যে ব্যক্তি অসুস্থ অথবা সফরে থাকবে (সে ছিয়াম ভঙ্গ করে) অন্য দিনে তা কাযা করে নিবে।" - (সূরা বাক্বারাহঃ ১৮৫)
৩. গর্ভবতী নারীর নিজের বা শিশুর জীবনের আশংকা করলে ছিয়াম ভঙ্গ করবে।
৪. সন্তান দুগ্ধদানকারীনী নারী যদি ছিয়াম পালন করলে নিজের বা সন্তানের জীবনের আশংকা করে তবে ছিয়াম ভঙ্গ করতে পারবে।
৫. কোন বিপদগ্রস্ত মানুষকে বাঁচাতে গিয়ে ছিয়াম ভঙ্গ করতে পারবে যেমন পানিতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার, আগুন থেকে বাঁচাতে গিয়ে দরকার হলে ছিয়াম ভঙ্গ করতে পারবে।
৬. আল্লাহর পথে জিহাদে থাকার সময় শরীরে শক্তি বজায় রাখতে ছিয়াম ভঙ্গ করা যাবে। (মুসলিমঃ কিতাবুছ ছিয়াম)
বৈধ কারণে কেউ ছিয়াম ভঙ্গ করলে দিনের বাকি অংশ ছিয়াম অবস্হায় থাকা আবশ্যক নয়। কেননা সে গ্রহণযোগ্য ওযরের কারণেই ছিয়াম ভঙ্গ করেছে।
- মুহাম্মদ বিন সালিহ আল উসাইমীন (রহঃ)
Post a Comment