“আর আল্লাহর জন্য রয়েছে সব উত্তম নাম। কাজেই সে নাম ধরেই তাঁকে ডাক।” – সূরা আল-আরা’ফ [৭-১৮০]
"আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলাহ নেই। সব সৌন্দর্যমন্ডিত নাম তাঁরই।–সূরা ত্বাহাঃ০৮ (২০:০৮)
আবু হুরাইরা (রা) হতে বর্ণিতঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে; যে এ নাম গুলোকে পরিপূর্ণ বিশ্বাসের সাথে গ্রহন ও সংরক্ষণ করে তারা বেহেস্তে প্রবেশ করবে"। -[সহীহ মুসলিম,অধ্যায়ঃ৩৫,হাদীসঃ৬৪৭৬]
আসুন , অন্তর দিয়ে আল্লাহপাকের সুন্দরতম গুনবাচক নামগুলো অনুধাবন করি-
1 Allah ( ﺍﻟﻠﻪ )
The Greatest Name( এটাকে আল্লাহর জাতি নাম বলা হয়।অনেকেই এ নামের কোন অর্থ করেননি।কেউ কেউ এর অর্থ করেছেন যুক্ত অক্ষর- ﺍﻝ +ﺍﻹﻟﻪ বলে সার্বভৌমত্বের একমাত্র অধিকারী)
2 Ar-Rahman ( ﺍﻟﺮﺣﻤﻦ)
The All-Compassionate (পরম দাতা ও দয়ালু)
3 Ar-Rahim ( ﺍﻟﺮﺣﻴﻢ)
The All-Merciful(পরম দাতা ও দয়ালু)
4 Al-Malik ( ﺍﻟﻤﻠﻚ)
The Absolute Ruler(রাজাধিরাজ)
5 Al-Quddus ( ﺍﻟﻘﺪﻭﺱ)
The Pure One(সব ত্রুটি থেকে পবিত্র)
6 As-Salam ( ﺍﻟﺴﻼﻡ)
The Source of Peace(একমাত্র শান্তি দান কারী)
7 Al-Mu'min ( ﺍﻟﻤﺆﻣﻦ )
The Inspirer of Faith(একমাত্র নিরাপত্তা দান কারী)
8 Al-Muhaymin ( ﺍﻟﻤﻬﻴﻤﻦ )
The Guardian(একমাত্র রক্ষণাবেক্ষণকারী)
9 Al-Aziz ( ﺍﻟﻌﺰﻳﺰ )
The Victorious(মহা সন্মানিত)
10 Al-Jabbar ( ﺍﻟﺠﺒﺎﺭ)
The Compeller(এমন বাদশাহ যিনি যা খুশি তাই করতে পারেন)
11 Al-Mutakabbir ( ﺍﻟﻤﺘﻜﺒﺮ)
The Greatest(অহংকার এবং গৌরবের একমাত্র মালিক)
12 Al-Khaliq ( ﺍﻟﺨﺎﻟﻖ )
The Creator(দৃশ্যমান যাবতীয় জিনিষের সৃষ্টিকর্তা)
13 Al-Bari' ( ﺍﻟﺒﺎﺭﺉ)
The Maker of Order(রুহ এবং অদৃশ্য যাবতীয় জিনিষের সৃষ্টিকর্তা)
14 Al-Musawwir ( ﺍﻟﻤﺼﻮﺭ )
The Shaper of Beauty(আকার আকৃতি দান কারী)
15 Al-Ghaffar ( ﺍﻟﻐﻔﺎﺭ )
The Forgiving(অনেক বড় ক্ষমাশীল)
16 Al-Qahhar ( ﺍﻟﻘﻬﺎﺭ)
The Subduer(প্রভাব বিস্তারকারী মহাশক্তিধর)
17 Al-Wahhab ( ﺍﻟﻮﻫﺎﺏ )
The Giver of All(অনেক বড় দাতা)
18 Ar-Razzaq ( ﺍﻟﺮﺯﺍﻕ)
The Sustainer(রিজিক বা রুজি দানকারী)
19 Al-Fattah ( ﺍﻟﻔﺘﺎﺡ)
The Opener(যিনি বন্ধ দরোজা খুলেদেন।বিদ্যা,বুদ্ধি,রুজি ইত্যাদীর)
20 Al-`Alim ( ﺍﻟﻌﻠﻴﻢ )
The Knower of All(সর্বজ্ঞ,যিনি সবকিছু জানেন)
21 Al-Qabid ( ﺍﻟﻘﺎﺑﺾ)
The Constrictor(যিনি সংকীর্ণ বা ছোট করেন)
22 Al-Basit ( ﺍﻟﺒﺎﺳﻂ )
The Reliever(যিনি প্রশস্ত বা বড় করেন)
23 Al-Khafid ( ﺍﻟﺨﺎﻓﺾ )
The Abaser(তিনি অবস্থার অবনতি করেন)
24 Ar-Rafi ( ﺍﻟﺮﺍﻓﻊ)
The Exalter(তিনিই উন্নতি দান করেন)
25 Al-Mu'izz ( ﺍﻟﻤﻌﺰ )
The Bestower of Honors(তিনি সন্মান দানকারী)
26 Al-Mudhill ( ﺍﻟﻤﺬﻝ )
The Humiliator(তিনি অপদস্থ কারী)
27 As-Sami ( ﺍﻟﺴﻤﻴﻊ)
The Hearer of All(যিনি সবকিছু শুনেন)
28 Al-Basir ( ﺍﻟﺒﺼﻴﺮ)
The Seer of All(সব কিছু যিনি দেখেন)
29 Al-Hakam ( ﺍﻟﺤﻜﻢ )
The Judge One(একমাত্র আদেশ দানকারী ও আইন প্রণেতা)
30 Al-`Adl ( ﺍﻟﻌﺪﻝ )
The Just(ন্যায়পরায়ণ ও ন্যয়বিচারক)
31 Al-Latif ( ﺍﻟﻠﻄﻴﻒ)
The Subtle One(একমাত্র সূক্ষ্মদর্শী)
32 Al-Khabir ( ﺍﻟﺨﺒﻴﺮ )
The All-Aware(যিনি গোপন খবর জানেন)
33 Al-Halim ( ﺍﻟﺤﻠﻴﻢ)
The Forbearing(অতিশয় ধৈর্যশীল)
34 Al-Azim ( ﺍﻟﻌﻈﻴﻢ)
The Magnificent(অতি মহান)
35 Al-Ghafur ( ﺍﻟﻐﻔﻮﺭ)
The Forgiver and Hider of Faults(অতিশয় ক্ষমাশীল)
36 Ash-Shakur ( ﺍﻟﺸﻜﻮﺭ )
The Rewarder of Thankfulness(সঠিক কর্ম সম্পাদনকারী,কৃতজ্ঞতার প্রতিদানকারি)
37 Al-Ali ( ﺍﻟﻌﻠﻰ)
The Highest(অতি বড় মহান)
38 Al-Kabir ( ﺍﻟﻜﺒﻴﺮ)
The Greatest(সবচেয়ে বড়)
39 Al-Hafiz ( ﺍﻟﺤﻔﻴﻆ )
The Preserver(সবকিছু সংরক্ষণকারী)
40 Al-Muqit ( ﺍﻟﻤﻘﻴﺖ )
The Nourisher(সবার রুজি উপার্যন দানকারী)
41 Al-Hasib ( ﺍﻟﺤﺴﻴﺐ )
The Accounter(সবার হিসাব গ্রহনকারী)
42 Al-Jalil ( ﺍﻟﺠﻠﻴﻞ)
The Mighty(অতি বড় মর্যাদাশালী)
43 Al-Karim ( ﺍﻟﻜﺮﻳﻢ)
The Generous(বড় দাতা)
44 Ar-Raqib ( ﺍﻟﺮﻗﻴﺐ)
The Watchful One(গোপন ও প্রকাশ্য সবজান্তা)
45 Al-Mujib ( ﺍﻟﻤﺠﻴﺐ)
The Responder to Prayer(করূণ প্রার্থনা শ্রবণকারী)
46 Al-Wasi ( ﺍﻟﻮﺍﺳﻊ )
The All-Comprehending(যিনি বিশাল,অফুরন্ত)
47 Al-Hakim ( ﺍﻟﺤﻜﻴﻢ)
The Perfectly Wise(সর্বশ্রেষ্ঠ জ্ঞানী)
48 Al-Wadud ( ﺍﻟﻮﺩﻭﺩ )
The Loving One(প্রেমময়)
49 Al-Majid ( ﺍﻟﻤﺠﻴﺪ)
The Majestic One(সবচেয়ে সন্মানিত)
50 Al-Ba'ith ( ﺍﻟﺒﺎﻋﺚ)
The Resurrector(কিয়মত দিবসে পুনরুত্থানকারী)
51 Ash-Shahid ( ﺍﻟﺸﻬﻴﺪ )
The Witness(প্রত্যক্ষদর্শী সাক্ষ্যদাতা)
52 Al-Haqq ( ﺍﻟﺤﻖ )
The Truth(তিনি মহা সত্য)
53 Al-Wakil ( ﺍﻟﻮﻛﻴﻞ)
The Trustee(একমাত্র কার্যনির্বাহক)
54 Al-Qawiyy ( ﺍﻟﻘﻮﻯ)
The Possessor of All Strength(প্রবল পরাক্রমশালী)
55 Al-Matin ( ﺍﻟﻤﺘﻴﻦ )
The Forceful One(মহা শক্তিধর)
56 Al-Waliyy ( ﺍﻟﻮﻟﻰ )
The Protecting Friend(বিপদে একমাত্র বন্ধু)
57 Al-Hamid ( ﺍﻟﺤﻤﻴﺪ)
The Praised One(একমাত্র প্রশংসার যোগ্য)
58 Al-Muhsi ( ﺍﻟﻤﺤﺼﻰ)
The Appraiser(হিসাব সংরক্ষণকারী)
59 Al-Mubdi' ( ﺍﻟﻤﺒﺪﺉ )
The Originator (সব বস্তুর প্রথম স্রষ্টা)
60 Al-Mu'id ( ﺍﻟﻤﻌﻴﺪ )
The Restorer(পুনরুত্থানকারী স্রষ্টা)
61 Al-Muhyi ( ﺍﻟﻤﺤﻴﻰ )
The Giver of Life(জীবনের স্রষ্টা)
62 Al-Mumit ( ﺍﻟﻤﻤﻴﺖ )
The Taker of Life(মৃত্যু দাতা)
63 Al-Hayy ( ﺍﻟﺤﻲ)
The Ever Living One(চিরঞ্জীব)
64 Al-Qayyum ( ﺍﻟﻘﻴﻮﻡ )
The Self-Existing One(চিরস্থায়ী)
65 Al-Wajid ( ﺍﻟﻮﺍﺟﺪ )
The Finder(প্রকৃত ধনী,উদ্ভাবনকারী)
66 Al-Majid ( ﺍﻟﻤﺎﺟﺪ )
The Glorious(একমাত্র সন্মানীত ও গৌরবান্বিত)
67 Al-Wahid ( ﺍﻟﻮﺍﺣﺪ )
The One, the All Inclusive, The Indivisible(তিনি এক অদ্বিতীয়)
68 As-Samad ( ﺍﻟﺼﻤﺪ )
The Satisfier of All Needs (অমুখাপেক্ষী)
69 Al-Qadir ( ﺍﻟﻘﺎﺩﺭ )
The All Powerful (শক্তিমান)
70 Al-Muqtadir ( ﺍﻟﻤﻘﺘﺪﺭ )
The Creator of All Power(সর্ব শক্তির উদ্ভাবক)
71 Al-Muqaddim ( ﺍﻟﻤﻘﺪﻡ )
The Expediter(তিনি অগ্রগামী করেন)
72 Al-Mu'akhkhir ( ﺍﻟﻤﺆﺧﺮ)
The Delayer (তিনি পেছনে ফেলে দেন)
73 Al-Awwal ( ﺍﻷﻭﻝ)
The First(তিনিই আদি)
74 Al-Akhir ( ﺍﻵﺧﺮ )
The Last(তিনিই অন্ত)
75 Az-Zahir ( ﺍﻟﻈﺎﻫﺮ )
The Manifest One(তিনি প্রকাশ্য)
76 Al-Batin ( ﺍﻟﺒﺎﻃﻦ)
The Hidden One(তিনিই গোপন)
77 Al-Wali ( ﺍﻟﻮﺍﻟﻲ)
The first governor (তিনিই প্রথম অধিকার বিস্তারকারী বাদশাহ)
78 Al-Muta'ali ( ﺍﻟﻤﺘﻌﺎﻟﻲ )
The Supreme One(সর্বোচ্চ ক্ষমতাবান)
79 Al-Barr ( ﺍﻟﺒﺮ )
The Doer of Good(পরম বন্ধু)
80 At-Tawwab ( ﺍﻟﺘﻮﺍﺏ )
The Guide to Repentance(তিনি তওবা কবুল কারী)
81 Al-Muntaqim ( ﺍﻟﻤﻨﺘﻘﻢ)
The Punisher(শাস্তিদাতা)
82 Al-'Afuww ( ﺍﻟﻌﻔﻮ )
The Forgiver(ক্ষমাশীল)
83 Ar-Ra'uf ( ﺍﻟﺮﺅﻭﻑ )
The Clement (অতিশয় সদয়)
84 Malik-al-Mulk ( ﻣﺎﻟﻚ ﺍﻟﻤﻠﻚ )
The Owner of All(বিশ্বজাহানের মালিক)
85 Dhu-al-Jalal wa-al-Ikram ( ﺫﻭ ﺍﻟﺠﻼﻝ
ﻭﺍﻹﻛﺮﺍﻡ) The Lord of Majesty and Bounty(সব প্রভাব প্রতিপত্তির মালিক)
86 Al-Muqsit ( ﺍﻟﻤﻘﺴﻂ)
The Equitable One(ন্যায় বিচারক)
87 Al-Jami' ( ﺍﻟﺠﺎﻣﻊ)
The Gatherer(সমবেত কারী)
88 Al-Ghani ( ﺍﻟﻐﻨﻰ)
The Rich One(প্রকৃত ধনী)
89 Al-Mughni ( ﺍﻟﻤﻐﻨﻰ)
The Enricher(ধনীর স্রষ্টা)
90 Al-Mani'( ﺍﻟﻤﺎﻧﻊ )
The Preventer of Harm(ধনী ও নির্ধন সৃষ্টি কারী)
91 Ad-Darr ( ﺍﻟﻀﺎﺭ )
The Creator of The Harmful(অনিষ্টের মালিক)
92 An-Nafi' ( ﺍﻟﻨﺎﻓﻊ )
The Creator of Good(লাভ দান কারী)
93 An-Nur ( ﺍﻟﻨﻮﺭ )
The Light(তিনি আলো)
94 Al-Hadi ( ﺍﻟﻬﺎﺩﻱ)
The Guide(তিনি পথ দেখান বা হিদায়াত দানকারী)
95 Al-Badi ( ﺍﻟﺒﺪﻳﻊ )
The Originator(প্রথম অস্তিত্ব দানকারী)
96 Al-Baqi ( ﺍﻟﺒﺎﻗﻲ)
The Everlasting One(তিনিই অবশিষ্ট থাকবেন)
97 Al-Warith ( ﺍﻟﻮﺍﺭﺙ )
The Inheritor of All(সকল সম্পদের একমাত্র উত্তরাধিকারি)
98 Ar-Rashid ( ﺍﻟﺮﺷﻴﺪ )
The Righteous Teacher(তিনি সত্য)
99 As-Sabur ( ﺍﻟﺼﺒﻮﺭ )
The Patient One(তিনি ধৈর্যশীল)
---
পড়া হলে শেয়ার করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।আমিন।
Post a Comment